Dankuni TMC Clash: মহিলাদের কটূক্তির অভিযোগ, শাসকদলের দু’পক্ষের ঝামেলায় তুলকালাম ডানকুনি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 26, 2022 | 7:17 PM

Dankuni: ডানকুনি পুরসভার দশ নম্বর ওয়ার্ড। টিম হাউজিংয়ের অফিস ভাঙচুরের অভিযোগ উঠল ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিংহর অনুগামীদের বিরুদ্ধে।

Dankuni TMC Clash: মহিলাদের কটূক্তির অভিযোগ, শাসকদলের দুপক্ষের ঝামেলায় তুলকালাম ডানকুনি
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি (নিজস্ব ছবি)

Follow Us

ডানকুনি: পুরভোটে প্রায় একতরফা জয় পাওয়ার পরও শাসকের অন্দরের কোন্দল থামছে না। ডানকুনিতে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ। তৃণমূল পরিচালিত টিম হাউসিং অফিস ভাঙচুরের অভিযোগ উঠল খোদ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা মহিলাদের কটূক্তি করার অভিযোগ উঠছে টিম হাউসিং সদস্যদের বিরুদ্ধে। ডানকুনি পুরসভার দশ নম্বর ওয়ার্ড। টিম হাউজিংয়ের অফিস ভাঙচুরের অভিযোগ উঠল ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিংহর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আসে ডানকুনি থানার পুলিশ। যদিও টিম হাউজিংয়ের সদস্যদের বিরুদ্ধে পথ চলতি মহিলাদের কটূক্তি করার পাল্টা অভিযোগ তোলেন কাউন্সিলর অনুগামীরা।

ওই ওয়ার্ডে পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন টিম হাউজিংয়ের সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা গৌতম মুখার্জীর স্ত্রী জয়ন্তী মুখার্জী ঘোষ। পরবর্তীকালে দলীয় চাপে প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেও পুরভোটে নির্দল প্রার্থী হিসাবে নাম লেখান তিনি। সেই সময় থেকেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ।

টিম হাউজিংয়ের সদস্য তথা স্থানীয় তৃণমুল নেতা গৌতম মুখার্জীর অভিযোগ, আজ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেশ কয়েক জন মদ্যপ যুবককে নিয়ে এসে তাঁদের টিম হাউজিংয়ের অফিস ভাঙচুর করে। মারধর করে। তাঁর দাবি টিম হাউজিংয়ের সদস্যরা গত আঠাশ বছর ধরে সামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত।এই বিষয়ে কাউন্সিলর জয়শ্রী সিংহ যদিও কোনও মন্তব্য করতে চাননি। তবে তাঁর অভিযোগ, পথ চলতি মহিলাদের টিম হাউজিং অফিসের সদস্যরা কটূক্তি করত, ওরা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে কাউন্সিলরের নামে মিথ্যা অভিযোগ করছে।

গোটা ঘটনায় চণ্ডীতলার বিধায়ক বলেন, “অন্য অনুষ্ঠানে এসেছি। গোষ্ঠী  দ্বন্দ্বের কথা ছাড়ুন। একটু শান্তিও পাব না!”

আরও পড়ুন: Ancient statues Trafficking: বাঁশঝাড় থেকে উদ্ধার ৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি, বিএসএফ-এর নজর পড়তেই উদ্ধার আসল রহস্য

আরও পড়ুন: Gaighata Road Accident: হাতে নতুন জামার প্যাকেট ভিজল রক্তে, বাড়ির স্টপেজে এসেও ফিরতে পারলেন না যাত্রী

Next Article
Chandannagar Train Loot: ট্রেনে ভিখারি দেখলেই সাবধান! নইলে আপনার অবস্থাও এই দম্পতির মতো হতে পারে
Sheoraphuli: তারকেশ্বর যাওয়ার পথে গঙ্গা থেকে জল তুলতে গিয়ে তলিয়ে শেষ তরতাজা প্রাণ