Twaha Siddiqui on Mamata Banerjee: মমতাকে খাম দিলেন ত্বহা, কী লেখা আছে নিজেই বললেন

CM Mamata Banerjee: তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রাখল। বলেছিল ৮০ জন পীরজাদা পীর সাহেব যাবেন। কুড়ির বেশি যায়নি।২৮ জন বয়স্ক পীরজাদা ছিলেন। কিন্তু তাঁরা যাননি। যারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন তারা ওখানে গিয়েছিলেন।"

Twaha Siddiqui on Mamata Banerjee: মমতাকে খাম দিলেন ত্বহা, কী লেখা আছে নিজেই বললেন
পীরজাদা ত্বহা সিদ্দিকি ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

Mar 17, 2025 | 9:23 PM

দীক্ষা ভুইঞা, সনৎ মাঝির রিপোর্ট

কলকাতা: ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ইফতার পার্টিতে যোগ দিয়েছেন তিনি। তবে আজকের ইফতার সফল হয়নি বলে দাবি পীরজাদা ত্বহা সিদ্দিকির। পাশাপাশি এ দিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি খাম দিয়ে এসেছেন। তাতে কী লেখা আছে সেও জানালেন তিনি।

এ দিন, পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, “যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীরে ইফতার সেটা সফল হয়নি। মুখ্যমন্ত্রী জানলেন যে সফল হয়েছে। আমরা জানি এটা সফল হয়নি। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে তারা গিয়েছিল তারা সবাই পীরজাদা। আসলে তা নয়। আমি গিয়েছিলাম। একটি খাম দিয়ে এসেছি। তাতে সব লেখা আছে।”

তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রাখল। বলেছিল ৮০ জন পীরজাদা পীর সাহেব যাবেন। কুড়ির বেশি যায়নি।২৮ জন বয়স্ক পীরজাদা ছিলেন। কিন্তু তাঁরা যাননি। যারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন তারা ওখানে গিয়েছিলেন।” সঙ্গে আরও যোগ করে জানালেন,আসন ফাঁকা দেখে সাধারণ মানুষকে ভিতরে ঢোকানো হয়েছে।

এ দিন ফুরফুরায় গিয়ে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরায় যাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষেরও জবাব দেন তিনি। বলেন, “আমি যখন দুর্গাপুজোয় যাই তখন তো এই প্রশ্ন করেন না? কালী পুজো করলে এই প্রশ্ন করেন না? আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানে যাই। ইফতার নিজে করি। আমি পঞ্জাবিদের গুরুদ্বারেও যাই।”