উত্তরপাড়া: দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের জালে কলকাতা ও শহরতলির একাধিক অসামাজিক কর্মকাণ্ডের অন্যতম চাঁই ‘অনু ভাবি’ ওরফে অনিতা ঝুনঝুনওয়ালা। বুধবার রাতে উত্তরপাড়া থানার পুলিশের সাহায্যে হিন্দমোটরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। যদিও কী কারণে এই গ্রেফতারি তা নিয়ে মুখ খুলতে চাননি চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা। যদিও দেহ ব্যবসা, শিশু পাচার সহ বহু অভিযোগ আগে থেকেই রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত এই ‘অনু ভাবিকে’ গ্রেফতার করতে বুধবারই উত্তরপাড়া আসে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ দল। রাতের বেলা ভদ্রকালীর টিএন মুখার্জি রোডের একটি জায়গায় উত্তরপাড়া থানার পুলিশকে নিয়ে হানা দেয় তারা। সেখানেই পুলিশের জালে ধরা পড়ে অনিতা। জানা গিয়েছে, অসামাজিক কাজের চাঁই ‘অনু ভাবির’ অন্যতম ঘাঁটি কলকাতার বড়বাজার এলাকা। এছাড়াও সত্যনারায়ণ পার্ক এলাকাতেও অবাধ আনাগোনা ছিল তার। সম্প্রতি নিজের প্রভাব বিস্তার করে হিন্দমোটরেও। কাজের জন্য তৈরি করে নিজস্ব দল। সেখান থেকেই ‘অনু ভাবি’ হয়ে ওঠে ‘অনু রানি’।
এলাকা সূত্রে খবর, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে নিয়মিত ওঠা বসা ছিল অনিতার। ফলে অনেকেই সব জেনেও চুপ থাকতেন একপ্রকার বাধ্য হয়েই। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আগেও পুলিশের জালে ধরা পড়েছে অনু। কিন্তু ফের ছাড়াও পেয়ে যায়। যদিও এদিনের গ্রেফতারি ঠিক কী কারণে তা নিয়ে কোনও আলোকপাত করতে চাননি চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। যদিও কলকাতা ও শহরতলি এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের অন্যতম এই মাথার সঙ্গে উত্তরবঙ্গের কি যোগাযোগ তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য। এদিকে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘পুলিশ ও বিচার ব্যবস্থা তাদের মত কাজ করবে। তারাই খতিয়ে দেখবে গোটা বিষয়টি।’