ASHA workers’ protest: ‘অপেক্ষা করুন, অপেক্ষায় ফল মেলে’, আশা কর্মীদের বার্তা মমতার

CM Mamata Banerjee: মমতা যখন সিঙ্গুরে সভা করছেন তখন ফের রাজ্যের নানা প্রান্তে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা। খানাকুলে পথ অবরোধে আশা কর্মীরা। খাপথ অবরোধ তুলতে খানাকুল থানার পুলিশ চেষ্টা করলেও আশা কর্মীদের রাস্তা থেকে তুলতে পারেনি। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। আন্দোলনের আঁচ পুরুলিয়াতেও।

ASHA workers protest: ‘অপেক্ষা করুন, অপেক্ষায় ফল মেলে’, আশা কর্মীদের বার্তা মমতার
সিঙ্গুরে মমতা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 28, 2026 | 2:40 PM

সিঙ্গুর: বকেয়া বেতন থেকে ভাতা বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে অনড় আন্দোলনে আশা কর্মীরা। গত কয়েক মাসে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে কলকাতা। আন্দোলন আছড়ে পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে। তবে এখনও বের হয়নি কোনও রফা সূত্র। অন্যদিকে লাগাতার আন্দোলনে দেখা গিয়েছে অঙ্গনওয়ারি কর্মীদেরও। এদিন সিঙ্গুরের সভা থেকে তাঁদের কথা শোনা গেল মমতার মুখে। তাঁর সাফ কথা, “অপেক্ষা করুন। অপেক্ষায় ফল মেলে।” 

এদিকে মমতা যখন সিঙ্গুরে সভা করছেন তখন ফের রাজ্যের নানা প্রান্তে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা। খানাকুলে পথ অবরোধে আশা কর্মীরা। খাপথ অবরোধ তুলতে খানাকুল থানার পুলিশ চেষ্টা করলেও আশা কর্মীদের রাস্তা থেকে তুলতে পারেনি। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। আন্দোলনের আঁচ পুরুলিয়াতেও। কর্মবিরতির মধ্যেই পুরুলিয়া শহরের মূল কেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ডে জেলার ২০টি ব্লক থেকে বিক্ষোভ মিছিলে যোগদেন কয়েকশো আশা কর্মী। নূন্যতম মাসিক বেতন ১৫ হাজার টাকা ভাতা, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ ৮ দফা দাবিতে AIUTUC পুরুলিয়া জেলা কমিটির ডাকে এদিন মিছিলের আয়োজন করা হয়। কিন্তু মমতা এখনও বলছেন অপেক্ষা করার কথাই। 

এদিন সিঙ্গুরের সভা থেকে মমতা বলেন, “আশা-আইসিডিএসের জন্য কয়েক মাস আগেই ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। স্মার্টফোন কেনার জন্য় তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে। তাঁরা অনেক কাজ করেন। তাঁদের আমি আমার ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তাঁদের বলব অপেক্ষা করুন, অপেক্ষায় ফল মেলে।”