Panchayat Election 2023: রোড শো শুরুর আগে কালো পতাকা অভিষেককে! পান্ডুয়ায় আটক যুবক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালো পতাকা দেখানোয় অভিযুক্ত ব্যক্তির নাম আফতাব আলি (৪০)। তাঁর বাড়ি সরাইতিন্না পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পুলিশ ঘটনাস্থল থেকে আফতাবকে আটক করে থানায় নিয়ে যায়।
পান্ডুয়া: পঞ্চায়েত ভোটের শেষ লগ্নের প্রচারে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুধবার হুগলি জেলার পান্ডুয়ার কলবাজারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রোড শো করেছেন তিনি। অভিষেকের রোড শোতে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু সেখানেই তাঁকে এক ব্যক্তি কালো পতাকা দেখিয়েছেন বলে অভিযোগ। একটি দোতলা বাড়ির ছাদ থেকে কালো পতাকা দেখানো হয় অভিষেককে। এই ঘটনার জেরে সেখানে উপস্থিত তৃণমূলকর্মীরা হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যক্তিকে নামিয়ে আনে। পরে আটক করে। পরে জানা যায়, ওই ব্যক্তি মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন। তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর ছড়িয়েছে পান্ডুয়ায়।
ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের প্রচারে পূর্ব বর্ধমানের কালনায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে নামেন কোহিনুর রাইস মিলের মাঠে। সেখান থেকে গাড়ি করে আসেন পান্ডুয়ার কলবাজারে। এর পর যে গাড়িতে করে রোড শো করেন অভিষেক সেই গাড়ির ভিতর বিশ্রাম নিচ্ছিলেন। সে সময়ই দোতলা বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি কালো পতাকা দেখান অভিষেককে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালো পতাকা দেখানোয় অভিযুক্ত ব্যক্তির নাম আফতাব আলি (৪০)। তাঁর বাড়ি সরাইতিন্না পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পুলিশ ঘটনাস্থল থেকে আফতাবকে আটক করে থানায় নিয়ে যায়। এবং তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে পান্ডুয়ায়। সিপিআইএম নেতা রামকৃষ্ণ রায়চৌধুরি বলেন, “কোনও ব্যক্তি হয়ত কোনও কারণে প্রতিবাদ করেছেন। তাঁর পরিচয় জানলে দেখা যাবে তিনি তৃণমূল করেন। এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ।” তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “এক ব্যক্তি কালো পতাকা দেখিয়েছেন। পুলিশ জানতে পেরে তাঁকে আটক করেছে। পরে জানলাম তাঁর মা সিপিআইএম-এর প্রার্থী হয়েছে। আমাদের এখানে কোনও দ্বন্দ্ব নেই।”