West Bengal Assembly Election 2021 Phase 3: মধ্য রাতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি! উড়ে গেল বাড়ি ছাদ

Apr 06, 2021 | 6:51 AM

ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই বিজেপি (Bengal BJP) কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ।

West Bengal Assembly Election 2021 Phase 3: মধ্য রাতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি! উড়ে গেল বাড়ি ছাদ
বোমাবাজিতে উড়ে যায় বাড়ির ছাদ

Follow Us

হুগলি: ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই বিজেপি (Bengal BJP) কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। অভিঘাতে উড়ে যায় বাড়ির চাল। ঘটনাকে ঘিরে উত্তেজনা তারকেশ্বর (Tarakeswar) বিধানসভার ভান্ডারহাটি এলাকায়।

তারাকেশ্বর বিধানসভার ভান্ডারহাটি ২ নং অঞ্চলের ৫৩ নম্বর বুথের বিজেপি কর্মী সৌমেন চৌধুরীর বাড়িতে হামলা হয়। অভিযোগ, প্রথমে সৌমেন ও তাঁর মাকে মারধর করা হয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমাবাজির ফলে ঘরের চাল উড়ে যায়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 3: বন্দুকের বাঁট নিয়ে মার, বুথে বেপরোয়া লাথি! ভোটের আগেই মধ্য রাতে ‘খুন’ বিজেপি কর্মীর স্ত্রী

বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। সৌমেন ও তাঁর মাকে বাড়ি থেকে উদ্ধার করেন তাঁরাই। ভোটের ঠিক আগের দিনই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন সৌমেন। যদিও অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে এলাকা। পুলিশ এলাকায় টহল দিচ্ছে।

 

Next Article