5

West Bengal Assembly Election 2021 Phase 3: শুনশান রাস্তা, কিশোরীর মুখ চেপে জঙ্গলে টেনে নিয়ে গেলেন জওয়ান! বুথের সামনেই ভয়ঙ্কর কাণ্ড

ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ভয়ঙ্করকাণ্ড তারকেশ্বরে।

West Bengal Assembly Election 2021 Phase 3: শুনশান রাস্তা, কিশোরীর মুখ চেপে জঙ্গলে টেনে নিয়ে গেলেন জওয়ান! বুথের সামনেই ভয়ঙ্কর কাণ্ড
জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 10:58 AM

তারকেশ্বর: দশম শ্রেণির ছাত্রীকে মুখ চেপে ধরে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ খোদ জওয়ানের বিরুদ্ধে। ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ভয়ঙ্করকাণ্ড তারকেশ্বরে।

তারকেশ্বরের ১৫৮ নম্বর বুথে ৮ জন জওয়ান ভোটের দায়িত্বে এসেছিলেন। সোমবার রাতে ওই এলাকারই বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল। স্কুলের সামনের রাস্তা ফাঁকাই ছিল। সে সময় বুথের বাইরে হাঁটাচলা করছিলেন অভিযুক্ত জওয়ান।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

অভিযোগ, ওই জওয়ান ছাত্রীর মুখ চেপে ধরে রাস্তা থেকে টেনে পাশে জঙ্গলের দিকে নিয়ে যান। কিন্তু ছাত্রী কোনওভাবে জওয়ানের হাত সরিয়ে চিৎকার শুরু করে। তখনও গ্রামবাসীরা ছুটে আসেন। অভিযুক্ত জওয়ানকে হাতেনাতে ধরে জুতোপেটা শুরু করে উত্তেজিত জনতা। পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের উত্তেজনা রয়েছে। অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে।

দেখুন ভিডিয়ো
<h3

class=”h3″>আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 3: ভোটের আগের রাতেই ইভিএম তুলে নিজের বাড়িতে নিয়ে গেলেন তৃণমূল নেতা! রণক্ষেত্র উলুবেড়িয়া

ভোটের দায়িত্বে আসা জওয়ানের এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।