AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Election 2023: ভোট লুঠের মতলবে এসেছিল তৃণমূল কাউন্সিলের ছেলে, বাম-বিজেপি একযোগে তুলে দিল পুলিশের হাতে

West Bengal Panchayat Election: এলাকার বাম-বিজেপি-কংগ্রেসের অভিযোগ, এ দিন সকাল থেকেই তারকেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় একদল বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছিল।

West Bengal Panchayat Election 2023: ভোট লুঠের মতলবে এসেছিল তৃণমূল কাউন্সিলের ছেলে, বাম-বিজেপি একযোগে তুলে দিল পুলিশের হাতে
ক্ষুব্ধ হন এলাকাবাসীওImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 5:59 PM
Share

তারকেশ্বর: ভোট লুট করতে গিয়ে বিরোধীদের হাতে ধরা পড়ে গেলেন তৃণমূল কাউন্সিলরের ছেলে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হল তাঁকে। অভিযুক্তকে আটক করল তারকেশ্বর থানার পুলিশ। বালিগরী এলাকার ২২২ নম্বর বুথের ঘটনা।

এলাকার বাম-বিজেপি-কংগ্রেসের অভিযোগ, এ দিন সকাল থেকেই তারকেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় একদল বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছিল। একাধিক বুথে গিয়ে তাঁরা বারংবার বিরোধীদের তো বটেই এমনকী বুথ থেকে ভোটারদের বের করে সন্ত্রাস চালাচ্ছিল বলে দাবি।

একই কায়দায় বালিগরী পঞ্চায়েতের ২২২ নং বুথে ভোট লুঠ করতে যায় তাঁরা। সেই সময় লাঠি হাতে একদিকে যেমন সাধারণ মানুষ তাঁদের প্রতিহত করে তেমনই বিরোধী দলগুলিও প্রতিরোধ করে। সেই সময় বাইক বাহিনী পালিয়ে গেলেও তাঁদের মধ্যে থেকে একজনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। এলাকায় পুলিশ এলে বিক্ষোভ দেখান গ্রামের লোকজন। পরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় তারকেশ্বর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রাহুল মুখোপাধ্যায়। তিনি তারকেশ্বর পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া মুখোপাধ্যায়ের ছেলে।