Extramarital Affair: পরকীয়ার মাশুল, ২ বছরের সন্তানকে রেখে আত্মহত্যা মায়ের
Hooghly: স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হুগলির কোন্নগরের বাসিন্দা দিপ্তী সাহা। উত্তরপাড়ার মাখলায় ওই মহিলার বাপের বাড়ি। দিপ্তীর দু'বছরের সন্তানও রয়েছে।

হুগলি: বিবাহিত মহিলা। বছর দু’য়ের সন্তানও রয়েছে তাঁর। অভিযোগ, গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। আর তারপরই মর্মান্তিক পরিণতি (Suicide)। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হলেন তিনি। গোটা ঘটনায় গৃহবধূর প্রেমিককেই দায়ি করছেন তাঁর পরিবার। অভিযুক্তের কঠোর শাস্তি চেয়েছেন তাঁরা।
কী ঘটেছে? স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হুগলির কোন্নগরের বাসিন্দা দিপ্তী সাহা। উত্তরপাড়ার মাখলায় ওই মহিলার বাপের বাড়ি। দিপ্তীর দু’বছরের সন্তানও রয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, উত্তরপাড়া বিড়লা মোর এলাকায় রাজা দাস নামে এক যুবকের সঙ্গে ওই গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। দিপ্তীর দাদার দাবি, রাজার কাছে তাঁর বোনের এমন কিছু তথ্য রয়েছে যার জন্যই এ হেন চরম সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁর বোনকে।
অভিযোগ, শুক্রবার বিকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দিপ্তী। যুবতীর মৃত্যুর খবর আসার পরই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় মৃতার পরিবার ও প্রতিবেশীরা। বেধড়ক মারধর করা হয় রাজাকে। পরে উত্তরপাড়া থানার পুলিশ পৌঁছে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। গোটা ঘটনায় মৃতার পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে।
এই বিষয়ে মৃতার দাদা বলেন, “বোন মারা যাওয়ার আগে আমায় বলে গেছে রাজার কাছে এমন কিছু তথ্য আছে যা আমায় বলেছিল আগেই নিয়ে নিতে। আমার মনে হয় ফেসবুক থেকে ওর সঙ্গে কোনওভাবে আলাপ পরিচয় হলেও হতে পারে। বিষয়টি জানার পর ওকে বোঝান হয়। রিসেন্ট এমন কিছু হয়েছে যে এখন আমার বোনকে আত্মহত্যা করতে হয়েছে।”
