Woman Murder: ছেলে পাশের রুমে, অন্য ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে স্বামীর এমন আচরণ ভাবাচ্ছে প্রতিবেশীদেরও

Woman Murder: জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা অভিযুক্ত স্বামী আজেম হোসেন ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন স্ত্রীকে বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় মেঝেতেই লুটিয়ে পড়েন আমিনা। তবে পরিবারের দাবি, রাত্রিবেলার এই ভয়ঙ্কর ঘটনা টেন পাননি পরিবারের লোকজন।

Woman Murder: ছেলে পাশের রুমে, অন্য ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে স্বামীর এমন আচরণ ভাবাচ্ছে প্রতিবেশীদেরও
কী কাণ্ড হুগলিতেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 11:31 AM

হুগলি: লাগাতার অশান্তি। আর তার জেরে স্ত্রীর মাথায় ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানা ধীবপুর এলাকায়। মৃতের নাম আমিনা বেগম (৬০)।

জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা অভিযুক্ত স্বামী আজেম হোসেন ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন স্ত্রীকে বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় মেঝেতেই লুটিয়ে পড়েন আমিনা। তবে পরিবারের দাবি, রাত্রিবেলার এই ভয়ঙ্কর ঘটনা টেন পাননি পরিবারের লোকজন। এরপর আজ সকালে মৃতার ছেলে তাঁর মাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

দ্রুত খবর দেওয়া হয় জাঙ্গিপাড়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আবির ইসলাম মল্লিক বলেন, “ওনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। কিছু দিন আগে ঝামেলা হয়েছিল। স্বামী ছেড়ে চলে যায়। তারপর আবার কয়েকদিন আগে এসেছিল। এবার রাত্রিবেলা যখন খুন করেছে তখন কেউ বুঝতে পারেনি। পালিয়ে গিয়েছে। আজ সকালে ওর ছেলে দেখে যে মাকে খুন করে পালিয়ে গিয়েছে।”