Singur: টাকা দাও, নাহলেই সব ছবি পোস্ট করে দেব! ‘গার্লফ্রেন্ডের’ থেকে ২ লক্ষ হাতিয়ে শ্রীঘরে প্রেমিক
Singur: যুবতীর অভিযোগ, দুর্বল মুহূর্তে তাঁর ছবি তুলে রেখেছিলেন ওই যুবক। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে থাকেন। প্রথমে হাতিয়ে নেন ৫০ হাজার টাকা। পরে আরও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেন বলে অভিযোগ।

সিঙ্গুর: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা হুগলির সিঙ্গুরে। অভিযোগ, ভয় দেখিয়ে যুবতীর কাছ থেকে নগদ অর্থ ও সোনার গয়না নেওয়ার পরেও থামেনি ওই যুবক। বারবার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে আরও টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বাড়ি সিঙ্গুরেই। যুবতীর বাড়ি জাঙ্গিপাড়ায়। দুবাইয়ে দীর্ঘদিন থেকেই সোনা-রূপোর কাজ করতো ওই যুবক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক। তাঁকে ওই যুবতী ফাঁসিয়েছে বলে দাবি তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে সমাজমাধ্যমে সিঙ্গুরের ওই যুবকের সঙ্গে পরিচয় হয় যুবতীর। দিনে দিনে বাড়তে থাকে ঘনিষ্ঠতা।
যুবতীর অভিযোগ, দুর্বল মুহূর্তে তাঁর ছবি তুলে রেখেছিলেন ওই যুবক। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে থাকেন। প্রথমে হাতিয়ে নেন ৫০ হাজার টাকা। পরে আরও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেন বলে অভিযোগ। কিন্তু, এখানেও থামেনি ওই যুবক। আরও টাকার দাবি করেন। এরইমধ্যে বৃহস্পতিবার ফের তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় ওই যুবককে দেখা করার জন্য ডাকেন যুবতী। দেখা করা মাত্রই দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এমনকী বচসা এমন জায়গায় পৌঁছায় যে ছুটে আসতে হয় পুলিশকে। শেষে যুবতীর অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়।





