Vande Bharat Express: সকাল ৬ টায় হাওড়া থেকে রওনা হয়ে পুরী ঘুরে রাত ৮ টায় ফেরত, হয়ে গেল বন্দে ভারতের ট্রায়াল রান
Vande Bharat Express: রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের সফল ট্রায়াল চালানোর পরে, খুব শীঘ্রই সম্পূর্ণ ফেজ অপারেশন শুরু হবে। এখনও পর্যন্ত 'বন্দে ভারত' ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের জন্য কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
মেদিনীপুর: ‘বন্দে ভারত এক্সপ্রেসের’ ট্রায়াল হল শুক্রবার সকালে । হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা দেয়। আবার সেখান থেকে হাওড়া ফিরে আসবে। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের সফল ট্রায়াল চালানোর পরে, খুব শীঘ্রই সম্পূর্ণ ফেজ অপারেশন শুরু হবে। এখনও পর্যন্ত ‘বন্দে ভারত’ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের জন্য কোনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়ার পরে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার এবং রবিবার দুটি পর্বে ট্রায়াল করা হবে। শুক্রবার এই রেকটি হাওড়া থেকে সকাল ৬.১০ মিনিটে যাত্রা শুরু করে এবং রাত সাড়ে ৮টায় ফিরে আসবে হাওড়ায়। সকালে ট্রেনটি খড়গপুর স্টেশনে ৭.৩৮ মিনিটে পৌঁছয়, দু’মিনিট পর পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি ১২.৩৫ মিনিটে পুরী পৌঁছবে। পুরী থেকে ১.৫০ মিনিটে যাত্রা শুরু করবে।
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে পুরীর মাঝে খড়গপুর সহ ৬টি স্টেশনে দু’মিনিটের জন্য দাঁড়াবে। আজ এই ট্রেনটি।
হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচী রুটে বন্দে ভারত চালানোর বিষয়ে আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। এমনিতেই হাওড়া-পুরী রুটের যাত্রী বেশি। রেললাইনের সমস্যাও সেক্ষেত্রে খুব বেশি অন্তরায় হয়ে উঠবে না। তীর্থক্ষেত্র ও পর্যটনের নিরিখে পুরীর গুরুত্ব অনেকটাই বেশি। দুই বিভাগের জন্য ১৬ কোচের পূর্ণাঙ্গ ‘বন্দে ভারত’ বরাদ্দ করা হয়। আজ তার ‘ট্রায়াল রান’হল।