Howrah: ‘কেষ্ট’-কে ঘিরলেন মহিলারা, তারপরই…
Howrah: এ দিন হাওড়ায় জি টি রোডের পঞ্চান্নন তলা মোড়ে অবরোধ করেন 'সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি'। পোস্টার-ব্যানার হাতে তাঁরা বিক্ষোভে সামিল হন। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা।

এ দিন হাওড়ায় জি টি রোডের পঞ্চান্নন তলা মোড়ে অবরোধ করেন ‘সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’। পোস্টার-ব্যানার হাতে তাঁরা বিক্ষোভে সামিল হন। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা। অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা পরিয়ে পথ অবরোধ করেন তাঁরা। ফলত, আগামী দিনে বিরোধীরা নারী সুরক্ষা ইস্যুকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছেন, বোধহয় সেইটিই হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছেন বিরোধী রাজনীতিকরা। শুধু তাই নয়, তাঁদের হুঁশিয়ারি আগামী দিনে যদি কেষ্ট গ্রেফতার না হয় তাহলে এই আন্দোলন আরও বৃহত্তর হতে চলেছে।
উল্লেখ্য, বোলপুর থানার আইসি (IC) লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া অডিয়োতে শোনা যায় অশ্রাব্য ভাষায় অনুব্রত ওরফে কেষ্ট হুমকি দিচ্ছেন আইসির বাড়ির মহিলাদের। যদিও, অনুব্রতর অনুগামী পরবর্তীতে দাবি করেন পুরোটাই এআই দিয়ে করা।

