সাঁতরাগাছি: প্রকাশ্যেই দুষ্কৃতীদের দাপাদাপি। সাত-সকালে মহিলাদের হুমকি। সঙ্গে মারধর। কারা এরা? কী পরিচয় এদের? কেনই বা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুমকি? এই তাণ্ডবের পিছনে কার মদত? প্রশাসন কী ব্যবস্থা নিল? মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও আদৌ কি বদলেছে রাজ্যের পরিস্থিতি? সর্বত্র অস্ত্র যেন খোলামকুচি। কথায়-কথায় বেরিয়ে পড়ছে বন্দুক-বোমা। চলছে গুলি। হাওড়ার সাঁতরাগাছির ঘটনা। সেখানে প্রকাশ্যেই দুষ্কৃতী দৌরাত্ম্য। সাত-সকালে পিস্তল-ভোজালি নিয়ে তাণ্ডব। রেয়াত করা হল না মহিলাদেরও। শুধু তাই নয়, ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলারও হুঁশিয়ারি। চলে অকথ্য ভাষায় গালিগালাজ।
কেন এই তাণ্ডব?
শুক্রবারের ঘটনা। গতকাল সকাল ন’টা নাগাদ। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি দু’নম্বর সুলতানপুরের নস্কর পাড়া। ঘটনার সূত্রপাত প্রস্রাব করাকে কেন্দ্র করে। যার জেরে বেরিয়ে পড়ল পিস্তল-ভোজালি। স্থানীয় সূত্রে খবর, গৃহস্থের বাড়ির সামনে প্রস্রাব করছিলেন দুই যুবক। ঘটনাটি দেখতে পেয়ে বাড়ির গৃহকর্ত্রী বারণ করতেই রেগে যায় তারা। অভিযোগ, সেই সময় হঠাৎ একজন বন্দুক বার করে বাড়ির সকলকে মেরে ফেলার হুমকি দেয়। আর অন্য যুবক ছুরি নিয়ে ভয় দেখাতে থাকে। এরপরই তৈরি হয় তীব্র উত্তেজনা।
অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে এক যুবক বাড়ির মহিলাদের উপর আক্রমণও করে। ঘটনায় জখম হয় দুজন মহিলা। এখানেই শেষ নয়, অপরজন আবার আগ্নেয়াস্ত্র বের করে হুমকিও দেয়। এরপর মহিলাদের উদ্দেশে নোংরা গালিগালাজও করে অভিযুক্ত যুবকেরা। গোটা ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত ওসি-সহ পুলিশ। পুলিশ পৌঁছানোর অনেকক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আশে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগের ভিত্তিতে ওই যুবকদের পুলিশ আটক করে।
এক মহিলা বলেন, “বাড়ির সামনে ওরা বাথরুম করছিল। তখন বাড়ির ভিতর থেকে এক মহিলা বেরিয়ে এসে ওদের বলে যে কেন এখানে প্রস্রাব করছ? ওরা তখন বলে বেশ করছি। বাইরে আয়, তোদের মারব। তখন ছুরি-বন্দুক বের করে ওদের হুমকি দেয় আর বলে তোদের মারব। আমার মাকেও ঠেলে ফেলে দেয় ওরা।মারধর করে।”
আরও পড়ুন: Howrah Deadbody Found: মৃত স্বামী, ঝুলছে মেয়ের দেহ, ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে স্ত্রীর ভয়ানক পরিণতি