হাওড়া: জয়েন্ট পরীক্ষা দিতে এসে গঙ্গায় তলিয়ে গেল দুই ছাত্র। জামশেদপুর থেকে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিতে হাওড়ায় এসেছিল তারা। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ছাত্র। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দুই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। প্রথমে আদিত্য কুমার ও পরে সৌম্য মাহাতো নামে দুই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জামশেদপুর থেকে কয়েকজন পরীক্ষার্থী হাওড়ায় একটি স্কুলে ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিতে আসেন। শনিবার পরীক্ষার পর অত্যাধিক গরম থেকে রেহাই পেতে পাঁচ বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নামে। পাঁচ জনই এদিন রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে গঙ্গায় স্নান করতে নামে। স্নান করার সময়ই এদের মধ্যে দুজন তলিয়ে যায়। আদিত্য ও সৌম্যকে খুঁজে পায়নি বন্ধুরা। খবর যায় হাওড়া থানায়। পুলিশ এসে ডুবুরি নামিয়ে গঙ্গায় তল্লাশি শুরু করে। পরে দুজনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এ দিন হাওড়া জেলা হাসপাতালে দাঁড়িয়ে মৃত আদিত্যের বাবা শোকার্ত চন্দ্রশেখর কুমার জানান, প্রথমে তিনিই তাঁর ছেলের সঙ্গে স্নান করবেন বলে গঙ্গায় নামেন। তাঁরা স্নান সেরে উঠেও এসেছিলেন। উঠে গঙ্গার ঘাটে বসেছিলেন। কিছুক্ষণ পর আদিত্যর অন্য বন্ধুরা এসে অতিরিক্ত গরমের জন্য আবার আদিত্যকে সঙ্গে নিয়ে স্নান করতে নামে। দ্বিতীয়বার গঙ্গায় নেমেই ঘটে যায় বিপত্তি। চন্দ্রশেখরবাবুর কথায়, তাঁর ছেলের সঙ্গে আরও পাঁচজন জামশেদপুর থেকে হাওড়ায় জয়েন্ট পরীক্ষা দিতে এসেছিল। ছেলের পরীক্ষার জন্য তিনিও তার সঙ্গে এসেছিলেন। কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেনননি তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জামশেদপুরে খবর দেওয়া হয়েছে অপর মৃত ছাত্রের পরিবারের সদস্যদেরও।
আরও পড়ুন: Teacher Transfer: শিক্ষক বদলির ‘দাম’ ১ লাখ ২৫ হাজার, তদন্তের জাল গোটাতে ঘাটালের স্কুলে সিআইডি দল