Uluberia: নিখোঁজ করোনা আক্রান্ত! ‘স্পেশাল-২৪’- এর খোঁজে ঘুম ছুটেছে প্রশাসনের

Corona Patients: করোনা (Corona) পরীক্ষা করেছিলেন তাঁরা। রিপোর্ট এসেছে পজিটিভ। কিন্তু তার পরই আর খোঁজ মিলেছে না ২৪ জন করোনা আক্রান্তের!

Uluberia: নিখোঁজ করোনা আক্রান্ত! স্পেশাল-২৪- এর খোঁজে ঘুম ছুটেছে প্রশাসনের
২৪ করোনা আক্রান্তের খোঁজ নেই! নিজস্ব চিত্র

| Edited By: সৈকত দাস

Jan 10, 2022 | 8:37 PM

উলুবেড়িয়া: করোনা (Corona) পরীক্ষা করেছিলেন তাঁরা। রিপোর্ট এসেছে পজিটিভ। কিন্তু তার পরই আর খোঁজ মিলেছে না ২৪ জন করোনা আক্রান্তের! সংক্রামিতদের সন্ধানে ঘুম ছুটেছে প্রশাসনের। আশঙ্কা, এঁদের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।

জানা গিয়েছে, ইতিমধ্যে ওই করোনা আক্রান্তের খোঁজ চালোনোর পাশাপাশি খুঁজে বের করে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুর প্রশাসক। এদিকে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচা-আকচি। পুরসভার ব্যর্থতায় এই ধরনের ঘটনা ঘটেছে দাবি বিজেপির।

কী ভাবে ‘নিখোঁজ’ ২৪ করোনা আক্রান্ত?

করোনার উপসর্গ দেখা দিয়েছিল তাঁদের। তাই ২৪ জন ব্যক্তি আরটিপিসিআর পরীক্ষা করান। তাঁদের রিপোর্ট আসে পজিটিভ। পুরসভার পক্ষ থেকে তাঁদের সেই খবর জানাতে গিয়েই ঠোক্কর! ফোনেই পাওয়া যাচ্ছে না যে তাঁদের।

২৪ করোনা আক্রান্তের চিহ্নিত করে তাঁদের আইসোলেট করে চিকিৎসা করতে হবে। এই পদ্ধতিতে করোনা আক্রান্তদের চিহ্নিত করতে গিয়ে উলুবেড়িয়া পুরসভার কর্মীরা দেখেন ২৪ জন ব্যক্তি যাঁদের আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ, নিজেদের ভুল ঠিকানা দিয়েছেন। এমনকি ফোন নম্বরটাও ভুল!

যার ফলে তাঁদের খুঁজেই পাচ্ছেন না পুরসভার আধিকারিকরা। ফলত এই ২৪ জনের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আধিকারিকদের মতে, মানুষের এই প্রবণতাই করোনা সংক্রমণ রোধের প্রয়াসকে ব্যাহত করছে। প্রসঙ্গত, করোনা হলে নানা বিধি মানতে হবে, এই ভয়ে অনেকে উপসর্গ থাকলেও টেস্ট করাতেও ভয় পান।

এদিকে এই ২৪ করোনা আক্রান্তের খোঁজখবর নিয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস বলেন, “আরটিপিসিআর টেস্ট করার সময় আধার কার্ডের ঠিকানা নেওয়া হয়। তার সঙ্গে ফোন নম্বরও নেওয়া হয়। অনেকেই ফোন নম্বর ভুল দিচ্ছেন। ফলত শুধু আধার কার্ডের ঠিকানা দেখে চিহ্নিত করতে সময় লাগছে।” তিনি বলেন, “যাঁরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

এই বিষয়ে উলুবেড়িয়ার এক চিকিৎসক দেবজিত সরকার বলেন, “এমন ঘটনা সমাজের জন্য ভাল নয়। করোনা পজিটিভ ব্যক্তি হয়তো এটা লুকিয়ে সাময়িক স্বস্তি পাচ্ছেন, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে বিপদ ডেকে আনবে। এগুলো কখন‌ওই লুকনো উচিৎ নয়।

এদিকে এ নিয়ে শাসক শিবিরকে কটাক্ষ করেছি বিজেপি। রাজ্য বিজেপির জয়েন্ট অফিস সেক্রেটারি প্রত্যুষ মণ্ডলের দাবি এটা পুরসভার চরম ব্যর্থতা। তিনি বলেন, “পুরসভার আরও সতর্ক হ‌ওয়া উচিৎ ছিল। এই ২৪ জন কোথায় আছেন, তাঁদের মাধ্যমে করোনা কোথায় কোথায় ছড়াচ্ছে, কেউ জানে না! পুরসভার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে”।

আরও পড়ুন: Nadia: ‘ভূত ছাড়াতে’ বাংলাদেশি ওঝার কাছে গিয়ে গ্রেফতার মা- মেয়ে, নবান্নের উদ্যোগে ১৬ মাস পর ফিরলেন ঘরে