Howrah Student Death: ভিড়ে ঠাসা ট্রেন, গেটের বাইরে ঝুলতে গিয়েই বিপত্তি, বৈদ্যুতিক পোস্টে মাথায় বাড়ি লেগে মৃত্যু পড়ুয়ার

Howrah Student Death: পরিবার সূত্রে খবর, মৃত সাধন রায় ব্যান্ডেলের গোপীনাথপুর কলোনি এলাকায় বসবাস করতেন। রামরাজাতলার একটি আইটি কলেজের পড়ুয়া ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে লোকাল ট্রেনে চড়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।

Howrah Student Death: ভিড়ে ঠাসা ট্রেন, গেটের বাইরে ঝুলতে গিয়েই বিপত্তি, বৈদ্যুতিক পোস্টে মাথায় বাড়ি লেগে মৃত্যু পড়ুয়ার
বৈদ্যুতিক পোস্টে বাড়ি লেগে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 2:12 PM

হাওড়া: ট্রেনের কামরায় অসহ্য ভিড়। ঠেলাঠেলি করেও ভিতরে ঢুকতে পারেনি। তাই কোনও মতে গেটের কাছেই দাঁড়ানোর জায়গা করে নিয়েছিল সাধন। কিন্তু ঠেলাঠেলির জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। ট্রেনটি বাঁক নিতেই বৈদ্যুতিক পোস্টে মাথা ঠুকে যায় তাঁর। গলগল করে বেরতে থাকে রক্ত। অধিক রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় বছর আঠারোর এই যুবকের।

পরিবার সূত্রে খবর, মৃত সাধন রায় ব্যান্ডেলের গোপীনাথপুর কলোনি এলাকায় বসবাস করতেন। রামরাজাতলার একটি আইটি কলেজের পড়ুয়া ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে লোকাল ট্রেনে চড়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তবে ট্রেনের কামরায় প্রচণ্ড ভিড় থাকায় বন্ধুদের সঙ্গে দরজার কাছেই দাঁড়িয়ে ছিলেন সাধন।

জানা গিয়েছে, দাসনগর স্টেশন ঢোকার মুখে ট্রেনটি বাঁক নিতেই ওই পড়ুয়ার মাথায় ধাক্কা লাগে বৈদ্যুতিক পোস্টে। সঙ্গে সঙ্গেই ট্রেনের কামরার ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান টিকিয়াপাড়া রেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় হাওড়া জেলা হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

মৃতের এক বন্ধু বলেন, “আমরা রামরাজাতলা থেকে হাওড়ায় আসছিলাম। দাসনগর ঢোকার সময় ট্রেনটা বাঁক নেয়। তখন ট্রেনে এতটাই ভিড় ছিল ও বাইরে ঝুলেছিল। তখনই বৈদ্যুতিক পোস্টে ধাক্কা লাগে ওর মাথা।”