৩ মাস পর পর্যটকদের জন্য খুলে গেল বোটানিক্যাল গার্ডেনের দরজা

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Sep 01, 2021 | 10:52 PM

Botanical Garden: প্রথম লকডাউনের সময় টানা বন্ধ ছিল বোটানিক্যাল গার্ডেন। গত ২৫ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। তার পর বেশ কয়েকমাস পর খুললেও করোনা পরিস্থিতিতে তা পর ফের বন্ধ হয়ে যায়।

৩ মাস পর পর্যটকদের জন্য খুলে গেল বোটানিক্যাল গার্ডেনের দরজা
নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: করোনা (Corona) আবহে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের খুলে গেল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন (Botanical Garden)। বুধবার থেকেই প্রাতঃভ্রমণকারী ও বাইরের লোকেদের জন্য খুলে দেওয়া হল বি’গার্ডেন। তবে পর্যটকদের জন্য মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম।

মুখে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো করোনা বিধি মেনে চলতে হবে বি’ গার্ডেনে প্রবেশকারীদের। বি গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর কণাদ দাস জানালেন, “কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের বি’ গার্ডেন সকলের জন্য খুলে দেওয়া হল। তবে করোনাবিধি মেনেই সকলকে গার্ডেনে প্রবেশ করতে হবে।”

প্রথম লকডাউনের সময় টানা বন্ধ ছিল বোটানিক্যাল গার্ডেন। গত ২৫ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। তার পর বেশ কয়েকমাস পর খুললেও করোনা পরিস্থিতিতে তা পর ফের বন্ধ হয়ে যায়। তারপর চলতি বছরের জানুয়ারির প্রথমদিনে সর্বসাধারণের জন্য খুলল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। বছরের প্রথম দিনে কলকাতা, হাওড়া-সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় করেন হাওড়ার শিবপুর বোটানিকাল গার্ডেন।

এবার সকলের জন্য়ও খোলা হল উদ্যান। যদিও গার্ডেন খোলার সময়সূচিতে রদবদল করা হয়েছে। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রাতঃভ্রমণকারীদের জন্য খোলা থাকবে। এরপরে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকবে উদ্যান। ভ্রমণকারীদের জন্য ম্যাস্ক পরে ভিতরে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছ।

করোনা পরিস্থিতিতে গত গত ১০ মে বন্ধ হয়ে গিয়েছিল বি গার্ডেনের দরজা। গার্ডেন কর্তৃপক্ষ  সূত্রে খবর, বর্তমানে প্রায় ৫ হাজার প্রাতঃভ্রমণকারী এখানে নিত্যদিন আসেন। এছাড়াও প্রতিদিন অনেকেই বি গার্ডেন দেখতে বা ঘুরতে আসেন। করোনা আবহে লকডাউনের মধ্যে গতবছর মার্চ মাস থেকে প্রথম বন্ধ হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। তবে গতবছরই ১ ডিসেম্বর থেকে কেবলমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বি গার্ডেনের দরজা। পরবর্তীকালে করোনার প্রকোপ কমতে ভিজিটরদের জন্যও খুলে যায় বি গার্ডেন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সংক্রমণের আশঙ্কায় ফের একবার দরজা বন্ধ হয়েছিল। পুজোর আগে আরও একবার খুলে দেওয়া হল গার্ডেনের দরজা। স্বাভাবিক ভাবে দর্শকদের মধ্যে খুশির আবেশ। এদিন বেশ ভিড় জমতে দেখা যায় বি গার্ডেনে।

উল্লেখ্য, করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর একে একে প্রেক্ষাগৃহগুলি খুলেছে। এখন করোনা বিধি মেনে সিনেমা হলে ভিড় জমাচ্ছেন দর্শকরা। কয়েকদিন আগে খুলে গিয়েছে জাদুঘর।  রাজ্য সরকারের নির্দেশে করোনাবিধি মেনে এখন ইন্ডিয়ান মিউজিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। এক একটি গ্যালারিতে ২০ জন করে দর্শক ঢুকতে পারবেন। আরও পড়ুন: তালিকায় রয়েছে নাম, দুয়ারে সরকার প্রকল্পে আবেদনকারীর নথি যাচাই করতেই চোখ কপালে প্রশাসনের!

Next Article