AMTA Student Death: ‘আগে দোষীরা শাস্তি পাক তারপর…’ নবান্নর দেওয়া চাকরির প্রস্তাব ফেরালেন আনিসের বাবা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 22, 2022 | 8:24 AM

Anis Khan Death: সোমবার আনিসের বাবা জানান, "চাকরি তোলা রইল মাথার উপরে। যেদিন বিচার ফয়সালা হবে। দোষীরা শাস্তি পাবে। সেইদিন আপনার চাকরি নেব।"

AMTA Student Death: আগে দোষীরা শাস্তি পাক তারপর... নবান্নর দেওয়া চাকরির প্রস্তাব ফেরালেন আনিসের বাবা
আনিসের বাবা (নিজস্ব ছবি)

Follow Us

হাওড়া: দেখতে-দেখতে কেটে গেল প্রায় তিনটে দিন। এখনও অধরা অভিযুক্তরা। ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্য়ুর ঘটনায় ইতিমধ্য়ে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিরপক্ষে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বললেন, “মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন এবং তাঁর নির্দেশ মতো আমরা একটি বিশেষ তদন্তকারী দল গঠনও করে নিয়েছি।” এর পাশাপাশি ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে। সোমবার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডাকেন তাঁর ‘ফেভারিট ছেলের’ পরিবারকে। যদিও সেখানে যাবেন না, মুখ্য়মন্ত্রীকে আসতে হবে তাঁদের কাছে এমনটাই জানন আনিসের বাবা-দাদা। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীরর দেওয়া চাকরিরও প্রত্যাখান করেন আনিসের বাবা।

কী জানালেন আনিসের বাবা?
সোমবার আনিসের বাবা জানান, “চাকরি তোলা রইল মাথার উপরে। যেদিন বিচার ফয়সালা হবে। দোষীরা শাস্তি পাবে। সেইদিন আপনার চাকরি নেব।” একই সঙ্গে তিনি বললেন, “প্রশাসনের উপর আস্থা রাখি না। রাখতে পারব না। এখন দিদি এলে আমার ভালো হয়।” এরপর এদিন সকালে মুখ্যমন্ত্রীর দূত হয়ে আমতায় পৌঁছায় পঞ্চায়েত মন্ত্রী। তাঁকেও পড়তে হয় এলাকাবাসীর বিক্ষোভের মুখে। দাবি একটাই, হত্যাকারীকে ধরতে হবেই।

এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, “ঘটনা খুবই মর্মান্তিক। আমরা পরিবারের পাশে রয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী ওদের পরিবারের পাশে রয়েছে। মুখ্য়মন্ত্রী সময় দিয়েছেন। উনি পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন।” সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার নিরপেক্ষ তদন্ত করবে। আমি অলরেডি কথা বলেছি। ডিজির সঙ্গে আমার কথা হয়েছে। তারা অলরেডি ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা করেছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক। কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।”

বস্তুত, এদিকে আবার আনিসের বিরুদ্ধে পকসো আইনে মামলা রয়েছে বলেও জানা গিয়েছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের দাবি, আমতা ও বাগনান থানায় একাধিক মামলা বকেয়া রয়েছে আনিসের বিরুদ্ধে। তাঁর নামে চারটি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। তার মধ্যে আমতা থানায় রয়েছে তিনটি মামলা এবং বাগনান থানায় রয়েছে একটি মামলা।

আরও পড়ুন: WBCSC: সব প্রতিবন্ধকতাকে ‘ফুঁ’ দিয়ে উড়িয়ে অফিসার হওয়ার পথে আলিপুরদুয়ারের মেয়ে

আরও পড়ুন: Royal Bengal Tiger: ‘বিরাট বড় বাঘ, খাঁচাতেও আটছিল না’ বনকর্মীদের ঘোল খাইয়ে একসপ্তাহ পর বাগে বাঘমামা

 

Next Article