Train Accident in Bengal: বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস
Train Accident in Bengal: ধাক্কার তীব্রতায় পার্সেল কারের একটি বগি মুহূর্তেই লাইনচ্যুত হয়ে যায়। অন্যদিকে তিরুপতি এক্সপ্রেসের দু’টি বগি ট্র্যাকের বাইরে বেরিয়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান রেল কর্মীরা।
হাওড়া: বছরের শুরুতেই বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা। হাওড়ায় লাইনচ্যুত দু’টি ট্রেন। ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা পার্সেল কারের। হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে দু’টি ট্রেনই। লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে ৩টি বগি। তবে ট্রেন খালি থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রেল সূত্রে খবর, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। এই ট্রেনটি যখন সিগন্যাল না পাওয়ায় লাইনে দাঁড়িয়ে ছিল তখন পিছনে সিগন্যাল মিস করে আরও একটি পার্সেল ট্রেন। সেটিই পিছন থেকে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় পার্সেল কারের একটি বগি মুহূর্তেই লাইনচ্যুত হয়ে যায়। অন্যদিকে তিরুপতি এক্সপ্রেসের দু’টি বগি ট্র্যাকের বাইরে বেরিয়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান রেল কর্মীরা। চাঞ্চল্য ছড়ায় আশপাশের এলাকাতেও।
দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের এই শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যহত হয়। বেশ কিছু স্টেশনে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে যায়। রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে ইঞ্জিনিয়ররাও ঘটনাস্থলে যান। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি দু’টিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।