AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা পরিস্থিতিতে ফের বন্ধ থাকবে বেলুড় মঠ, কবে?

Belur Math: বহু প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর ১৮ অগস্ট, বুধবার সকালে তৃতীয়বারের জন্য দর্শনার্থীদের জন্য খুলেছিল বেলুড় মঠ (Belur Math)। স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। তবে সংক্রমণ এড়াতে ফের বন্ধ থাকবে বেলুড় মঠ।

করোনা পরিস্থিতিতে ফের বন্ধ থাকবে বেলুড় মঠ, কবে?
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 8:43 PM
Share

হাওড়া: বহু প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর ১৮ অগস্ট, বুধবার সকালে তৃতীয়বারের জন্য দর্শনার্থীদের জন্য খুলেছিল বেলুড় মঠ (Belur Math)। স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। তবে সংক্রমণ এড়াতে ফের বন্ধ থাকবে বেলুড় মঠ। কবে?

করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে আগামী ৩০ আগস্ট সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বন্ধ থাকছে বেলুড় মঠ। শুক্রবার বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। ওইদিন ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না। বেলুড় মঠ সূত্রে খবর, করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগে অন্যান্য বছর জন্মাষ্টমীতে বেলুড় মঠে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হয়। এবারও তেমনটা হলে করোনা বিধি ভঙ্গ হতে পারে। সেই আশঙ্কা থেকেই মঠ কর্তৃপক্ষ ওইদিন ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রীতি মেনেই মঠের ভিতরে জন্মাষ্টমী উপলক্ষে পুজো হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য প্রায় ৪ মাস বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট থেকে ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের দরজা। বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে মঠ। তবে মঠে প্রবেশ করতে গেলে দেখাতে হচ্ছে কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র। বেলুড় মঠে প্রবেশের পর ভক্ত ও দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে হচ্ছে।

যেমন মাস্ক পরা, মঠে প্রবেশের সময় থার্মাল গানে দেহের তাপমাত্র পরীক্ষা করানো, স্যানিটাইজার ব্যবহার করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে। দূরত্ব বজায় রাখতে মঠের ভিতরে একেবারেই ভিড় করা যাচ্ছে না। কোভিড বিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে কড়া নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়াতেই জন্মাষ্টমীতে মঠ বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

উল্লেখ্য, গত বছর করোনা পরিস্থিতিতে ২৫ মার্চ প্রথম বেলুড় মঠ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮২ দিন পর গত ১৫ জুন করোনা বিধি মেনে পুনরায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের মূল গেট খোলা হয়েছিল। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে ২ অগস্ট থেকে ফের মঠে সাধারণের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়। তারপর আবার চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ফের খোলা হয়ছিল মঠ। পরে, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধি হওয়ায় ২২ এপ্রিল ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। গত ২৬ জুলাই গুরুপূর্ণিমা উপলক্ষ্যে মাত্র একদিনের জন্য খোলা হয়েছিল বেলুড় মঠ। কিন্তু করোনা পরিস্থিতির দিকে খেয়াল রেখে জন্মাষ্টমীতে বন্ধ থাকবে বেলুড় মঠ। আরও পড়ুন: ‘বাবার বিশাল সম্পত্তি একা ভোগ করবে?’ মেয়ের বেধড়ক মারে রক্তাক্ত বৃদ্ধা মা!