Howrah: ক্লাস চলাকালীনই মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত ২ পড়ুয়া
Howrah: স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাইরে কোথাও না জানানোর জন্য বলেন, আহত ওই দুই শিশুর বাড়ির লোকজনদের। চিকিৎসার খরচ দেওয়ার কথা বলা হয় স্কুলের পক্ষ থেকে। পরিবারের লোকজনের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে।
হাওড়া: স্কুলে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ল। সেই ফ্যানের ব্লেডের আঘাতে জখম দুই খুদে পড়ুয়া এমনই অভিযোগ। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর কালীতলা বাজার এলাকায় গোপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। আহত দুই শিশু ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। একজনের মাথায় গুরুতর চোট লাগে। অন্যজনের চোখে এবং মাথায় সজোরে আঘাত লাগে। এরপরই তৈরি করি খবর দেওয়া হয় শিশুদের অভিভাবকদের। দু’জনকেই স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সিটি স্ক্যানের জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই স্কুলে। সায়ন সাঁতরা নামে এক অভিভাবক জানান, স্কুল থেকে ফোন করে ঘটনার কথা জানানো হয়। তাঁরা সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে দেখেন দু’জনকে মাথায় জল ও বরফ দেওয়া হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাইরে কোথাও না জানানোর জন্য বলেন, আহত ওই দুই শিশুর বাড়ির লোকজনদের। চিকিৎসার খরচ দেওয়ার কথা বলা হয় স্কুলের পক্ষ থেকে। পরিবারের লোকজনের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক প্রবীর শেঠ। তিনি জানান, হুড়োহুড়ি করতে গিয়ে বেঞ্চ থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত লেগেছে। দু’জনেই এখন সম্পূর্ণ সুস্থ আছে। পাখা খুলে পড়ে কোনও দুর্ঘটনা ঘটেনি।