Howrah: আবাস যোজনার বাড়ি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত মহিলা আধিকারিক, জামা ছেঁড়া হল সঙ্গীর

Howrah : অভিযোগ, ব্যাপক মারধর করা হয়েছে মৎস্য সম্প্রসারণ আধিকারিক সোমদত্তা দাশগুপ্তকে। মারধর করা হয়েছে তাঁর সঙ্গে থাকা অন্যান্য সদস্যদের। মোবাইল কেড়ে নিয়ে তাঁদের দীর্ঘক্ষণ আটকেও রাখা হয়।

Howrah: আবাস যোজনার বাড়ি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত মহিলা আধিকারিক, জামা ছেঁড়া হল সঙ্গীর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2022 | 4:39 PM

হাওড়া: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় হওয়া বাড়ির যাচাই করতে গেলে সরকারি আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাডির মালিক ও তাঁর ছেলে ও পুত্রবধবূর বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) আমতায়। মৎস্য সম্প্রসারণ আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাওড়ার আমতা-১ ব্লকে। অভিযোগ, ব্যাপক মারধর করা হয়েছে মৎস্য সম্প্রসারণ আধিকারিক সোমদত্তা দাশগুপ্তকে। মারধর করা হয়েছে তাঁর সঙ্গে থাকা অন্যান্য সদস্যদের। মোবাইল কেড়ে নিয়ে তাঁদের দীর্ঘক্ষণ আটকেও রাখা হয়। পরবর্তীতে পুলিশ ও বিডিও গিয়ে তাঁদের উদ্ধার করেন। ইতিমধ্যে এ বিষয়ে আমতা থানায় লিখিত অভিযোগ করেছেন AAWAS Plus এনকোয়েরি টিমের সদস্য শুভদীপ মজুমদার।

পুলিশকে জানানো অভিযোগপত্রে শুভদীপবাবু লেখেন, ‘বিকাল সাড়ে ৫টা নাগাদ আমরা শঙ্করী কাওলের বাড়িতে যাচাইয়ের কাজে গেলে ওনার ছেলে ও পুত্রবধূ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমাদের কাজে বাধা দেন। আমরা ওনাদের শান্ত করার চেষ্টা করলে ওনারা আমাদের মোবাইল ও সরকারি নথি ছিনিয়ে নেন। আমার গলা টিপে ধরেন। মারধর করে আমার জামাকাপড় ছিঁড়ে দেন। আমার সঙ্গে থাকা মহিলা অফিসারকেও মারধর করার চেষ্টা করেন। ওনার গলায় থাকা সোনার হারও ছিনিয়ে নেন।’

পুলিশকে জানানো লিখিত অভিযোগেই ওই পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জানানোর আর্জি জানিয়ে শুভদীববাবু আরও লেখেন, ‘এ ঘটনার পর আমরা আর কোনও উপায় না পেয়ে আমতা-১ ব্লক ডেভেলপমেন্ট আধিকারিককে জানাই। ওনার কাছে সাহায্য প্রার্থনা করি। কিছুক্ষণের মধ্যে উনি এবং আমার অফিসের সহকর্মীরা আমাদের ওনাদের হাত থেকে উদ্ধার করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’