Howrah: হাওড়া থেকে রওনা দেওয়ার পরই প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, দেড় ঘণ্টা পর গড়াল কোলফিল্ড এক্সপ্রেসের চাকা

Coal Field Express: পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি। প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। প্রায় দেড় ঘণ্টা পর গন্তব্যের দিকে রওনা দেয় কোলফিল্ড এক্সপ্রেস।

Howrah: হাওড়া থেকে রওনা দেওয়ার পরই প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, দেড় ঘণ্টা পর গড়াল কোলফিল্ড এক্সপ্রেসের চাকা
থমকে কোলফিল্ড এক্সপ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 7:17 PM

হাওড়া: রেলের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। তার জেরে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে আপ কোলফিল্ড এক্সপ্রেস (Coal Field Express)। ছিঁড়ে যায় রেলের ওভারহেডের তারও। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ায় বামুনগাছি ব্রিজের কাছে। হাওড়া স্টেশন থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আপ কোলফিল্ড এক্সপ্রেসটি রওনা দেওয়ার পরই বামুনগাছি ব্রিজের কাছে হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায়। আচমকা ঝাঁকুনিতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে জানা যায়, দূরপাল্লার ওই ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে এবং সেই থেকেই এই বিপত্তি। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি। প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। প্রায় দেড় ঘণ্টা পর গন্তব্যের দিকে রওনা দেয় কোলফিল্ড এক্সপ্রেস।

এদিকে বুধবার বিকেলের এই ঘটনার পর যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক যাত্রী ভয়ে ট্রেন থেকে নেমে গিয়েছেন। আসানসোলের শাহবাজ হোসেন নামে এক যাত্রী বলছেন, ‘এক ঘণ্টার বেশি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ একটা জোরে শব্দ হয়ে ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে গিয়েছিল। গত কয়েকদিনে যা হয়েছে, তাতে আমরা আরও ভয়ে রয়েছি। রেলের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না বলেই এমন ঘটনা ঘটছে।’

যদিও প্যান্টোগ্রাফ ভেঙে এই বিপত্তির জেরে রেলের অন্যান্য পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি। শুধুমাত্র যে লাইনে কোলফিল্ড এক্সপ্রেসটি আটকে ছিল, সেই লাইন দিয়ে অন্য কোনও ট্রেন যেতে পারেনি। বাকি লাইনগুলি দিয়ে ঠিকঠাকভাবেই ট্রেন চলাচল করে। তবে সম্প্রতি যে রেল দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে হঠাৎ এমন বিপত্তিতে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন যাত্রীদের একাংশ।