AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna : মমতার সঙ্গে দেখা করতে বাধা, নবান্নের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মূক-বধির যুবকের

Nabanna : প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক মুক ও বধির। পুলিশকে সে লিখে জানায় উত্তর দিনাজপুরে রায়গঞ্জ রবীন্দ্র পল্লীতে তাঁর বাড়ি।

Nabanna : মমতার সঙ্গে দেখা করতে বাধা, নবান্নের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মূক-বধির যুবকের
নবান্নের সামন আত্মহত্যার চেষ্টা যুবকের
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 5:49 PM
Share

হাওড়া : নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার (Suicide) চেষ্টা এক যুবকের। যুবকের নাম রাজীব মজুমদার। সূত্রের খবর, চাকরি সংক্রান্ত বিষয়ের কথা জানাতেই এদিন তিনি মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু, নবান্নে (Nabanna) ঢুকতে গেলে তাঁর পথ আটকান নিরাপত্তারক্ষীরা। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে গায়ে ঢেলে দেন কেরোসিন তেল। তাঁর কাণ্ডকারখানা দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সেখানে উপস্থিত লোকজন। ছুটে আসেন পুলিশ কর্মীরা। শুরু হয় তুমুল ধাস্তাধস্তি। ততক্ষেণে যুবকের গোটা শরীর ভেসে যাচ্ছে কেরোসিন তেল। তবে আগুন তিনি তখনও লাগাতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে থামাতে সমর্থ হন পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অল্প বিস্তর আঘাতও লাগে তাঁর শরীরে। এরপরই আহত অবস্থায় ওই যুবককে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবান্ন চত্বরে। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক মূক ও বধির। পুলিশকে সে লিখে জানায় উত্তর দিনাজপুরে রায়গঞ্জ রবীন্দ্রপল্লিতে তাঁর বাড়ি। বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে থাকে। তাঁর দাবি ভাল খেলাধূলা করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে পুরস্কৃত করেছিলেন। চাকরির আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখনও তাঁর কোনও চাকরি হয়নি। নবান্নেও দিয়েছেন অনেক চিঠি। সদুত্তর না পেয়ে আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে অভিযোগ জানাতে এসেছিলেন। ওই যুবককে এই মুহূর্তে শিবপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কথা কতটা সত্যি তা যাচাই করে দেখছেন পুলিশ কর্তারা। 

ঘটনা প্রসঙ্গে শিবপুর থানার ওসি অরূপ রায় বলেন, “চাকরির জন্য এদিন ও নবান্নে এসেছিল। তবে ওইভাবে তো অনুমতি ছাড়া নবান্নে কাউকে ঢুকতে দেওয়া যায়নি। সে কারণেই তাঁকে আটকানো হয়েছিল। ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনার কথা বলা হয়েছে।”