রোমহর্ষক ভিডিয়ো: এবার ডোমজুড়ে সোনার দোকানে কাস্টোমার সেজে দুঃসাহসিক ডাকাতি
Domjur Robbery Video: আজ সকালবেলা হেলমেট পরে গহনার দোকানে ঢোকে দুষ্কৃতীরা। দোকানের মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত জিনিস লুট করে তারা। শুধু তাই নয়, বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়ও।

ডোমজুড়: সম্প্রতি রানিগঞ্জে একটি নামী সোনার গহনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তার দু’দিন কাটতে না কাটতেই আবার প্রকাশ্যে ডাকাতির ঘটনা। হাওড়ার ডোমজুড়ের একটি গহনার দোকানে অস্ত্র হাতে চড়াও হল ডাকাতদল। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গহনার দোকানের কর্মীদের। চলে দেদার লুটপাট। এরপর গহনা নিয়ে চম্পট দেয় তারা।
আজ সকালবেলা হেলমেট পরে গহনার দোকানে ঢোকে দুষ্কৃতীরা। দোকানের মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সমস্ত জিনিস লুট করে তারা। শুধু তাই নয়, বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়ও। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তবে হেলমেট পরলেও সকলের মুখ পরিষ্কার যাচ্ছে সিসিটিভিতে। দোকানের কর্মীদের দাবি, প্রত্যেকেই হিন্দিতে কথা বলছিল। এ দিকে এই ঘটনা আবার প্রশ্ন তুলে দিল তাহলে কি রানিগঞ্জের মতো এই ডাকাতিতেও রয়েছে বিহার যোগ?
ওই দোকানে কর্মরত এক মহিলা বলেন, “বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে দুজন ঢুকেছিল কাস্টমার সেজে। বলেছিল পেনডেন দেখাতে। এরপর আরও দুজন আসে। আর তারপরই আক্রমণ করে আমাদের উপর। ওদের সকলের হাতে পিস্তল ছিল। আমাদের বলছিল চুপ করে থাকতে। নাহলে মেরে ফেলবে।”





