Howrah: হাওড়ায় বাড়ির উঠোন থেকেই চুরি গেল আড়াই বছরের শিশু! ভয়ঙ্করকাণ্ড
Howrah: আড়াই বছরের এক শিশুকে বাড়ির উঠোনে বসিয়ে তার মা দোকানে যান। কিছুক্ষণ পর ঘরে এসে তিনি দেখেন শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর মা এবং তার প্রতিবেশীরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
হাওড়া: বাড়ির ঘর লাগোয়া উঠোন। সেখানেই বাচ্চাকে বসিয়ে রেখেন সামনের মুদি দোকানে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন উঠোন ফাঁকা। প্রথমে ভেবেছিলেন বাচ্চা হয়তো ঘরের ভিতর গিয়েছে। কিন্তু সেখানেও নেই। চিৎকার করতে ডাকতে থাকেন মা। পাড়ার লোক জড়ো হয়ে যান। কিন্তু সাড়া মেলে না বাচ্চার। পাগলের মতো কাঁদতে থাকেন মা। বাচ্চার নাম ধরে ডাকতে থাকেন। আশপাশের এলাকায় তখন খোঁজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কোত্থাও নেই শিশু। ঘরের উঠোন থেকেই ভরসন্ধ্যায় শিশু চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মিশ্র পাড়ায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, আড়াই বছরের এক শিশুকে বাড়ির উঠোনে বসিয়ে তার মা দোকানে যান। কিছুক্ষণ পর ঘরে এসে তিনি দেখেন শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর মা এবং তার প্রতিবেশীরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে ওই পরিবার লিখিতভাবে বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।
পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলেও এখনও পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরিবারের অভিযোগ শিশুটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করলেও তারা খুঁজে পাননি। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।