Howrah: রাতভর ছিল না, ভোরে কারেন্ট আসতেই ফ্যানের সুইচ অন করেছিলেন, লুটিয়ে পড়লেন যুবক…
Howrah: রেমালের জেরে দু'দিন বিদ্যুৎ ছিল না এলাকায়। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ওই এলাকায় বিদ্যুৎ আসে। যখন বিদ্যুৎ আসে অর্ণব তখন ঘুমাচ্ছিলেন। কারেন্ট এসেছে বুঝতে পেরে ঘরের ফ্যান চালাতে যান তিনি। যে মুহূর্তে ফ্যানের সুইচ অন করেন, তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
হাওড়া: ঝড়বৃষ্টিতে বাইরে বের হননি। বাড়িতেই ছিলেন দিনভর। কিন্তু মৃত্যু এল দুয়ারে। বাড়িতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অর্ণব মণ্ডল( ২৭)। উলুবেড়িয়ার কুশবেড়িয়া এলাকার ঘটনা।
মৃতের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রেমালের জেরে দু’দিন বিদ্যুৎ ছিল না এলাকায়। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ওই এলাকায় বিদ্যুৎ আসে। যখন বিদ্যুৎ আসে অর্ণব তখন ঘুমাচ্ছিলেন। কারেন্ট এসেছে বুঝতে পেরে ঘরের ফ্যান চালাতে যান তিনি। যে মুহূর্তে ফ্যানের সুইচ অন করেন, তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্বামীর গোঙানি শুনতে পেয়েই জেগে ওঠেন তাঁর স্ত্রী। তিনি কোনওভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তাঁর চিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রেমালের জেরে একাধিক জায়গায় জল জমেছে। কোথাও হুকিংয়ের তার ছিঁড়ে জলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ঘটনাও ঘটেছে একাধিক। এবারের ঘূর্ণিঝড়ে ঝড়-বৃষ্টিতে প্রাণহানির খবর তেমন হয়নি,তবে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের।