প্রকাশ্যে বিজেপি নেতাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি!

Jun 11, 2021 | 9:06 AM

দিনে-দুপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিজেপি নেতাকে (Bengal BJP) খুনের হুমকি! ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) আমতায় (Amta)।

প্রকাশ্যে বিজেপি নেতাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি!
বিজেপি নেতাকে খুনের হুমকি

Follow Us

হাওড়া: দিনে-দুপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিজেপি নেতাকে (Bengal BJP) খুনের হুমকি! ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) আমতায় (Amta)।

বিজেপির রাজ্য কমিটির সদস্য ও শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই ও তাঁর স্ত্রী বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় যান। অভিযোগ, ওই ব্যাঙ্ক থেকে মোটরবাইকে ফেরার সময় আমতার গাজীপুর কালী মন্দিরের সামনে একটি গাড়ি তাদের পথ আটকায়।

আরও পড়ুন: ‘বাইকের তেল শেষে হয়ে গিয়েছে…’ আবেদন শুনে কাছে যেতেই বিজেপি নেতাকে লক্ষ্য করে ‘গুলি’
ওই গাড়ির চালক পিন্টুর নাম ধরে ডাকেন। পিন্টু এগিয়ে যেতেই গাড়ির পিছনে বসা এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে বলে অভিযোগ। বিপদ আঁচ করে দ্রুত পিন্টু বাইক চালিয়ে সেখান থেকে চলে যান। পিছন থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই পিন্টু আমতা থানার ওসির সঙ্গে ফোনে কথা বলেন। পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন আতঙ্কে গৃহবন্দি পিন্টু।

Next Article