আচমকাই ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ! হাওড়া স্টেশনে বিপর্যয়

Mar 15, 2021 | 1:46 PM

সোমবার সকালে ওড়া স্টেশনে পূর্ব রেলের ইয়ার্ডের কাছে 'ফলকনুমা এক্সপ্রেসের' প্যান্টোগ্রাফ (Pantograph) ভেঙে যায়। ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল।  দুর্ভোগে পড়েন  যাত্রীরা (Howrah)।

আচমকাই ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ! হাওড়া স্টেশনে বিপর্যয়
ফাইল ছবি

Follow Us

হাওড়া: ব্যাস্ত সময়ে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। সোমবার সকালে ওড়া স্টেশনে পূর্ব রেলের ইয়ার্ডের কাছে ‘ফলকনুমা এক্সপ্রেসের’ প্যান্টোগ্রাফ (Pantograph) ভেঙে যায়। ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার (South Eastern Rail) ট্রেন চলাচল।  দুর্ভোগে পড়েন  যাত্রীরা (Howrah)।

জানা গিয়েছে, সেকেন্দ্রবাদiগামী ‘ফলকনুমা এক্সপ্রেস’ ২১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর পর রেলের ইয়ার্ডের কাছে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। বন্ধ হয়ে যায় ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়।

আরও পড়ুন: শেষ মুহূর্তে বাধল গোল! ঝাড়গ্রামের সভায় না থেকেও থাকছেন শাহ

রেল সূত্রে জানা গিয়েছে, কয়েকটি ট্রেনকে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে চালানো হচ্ছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তৎপরতার সঙ্গে প্যান্টোগ্রাফ মেরামতি চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

Next Article