শেষ মুহূর্তে বাধল গোল! ঝাড়গ্রামের সভায় না থেকেও থাকছেন শাহ
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) নির্দিষ্ট সূচি অনুযায়ী ঝাড়গ্রামে যেতে পারছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বদলে ভার্চুয়ালি সভায় উপস্থিত থাকবেন তিনি।
পশ্চিম মেদিনীপুর: হেলিকপ্টারে যান্ত্রিক ক্রটি। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) নির্দিষ্ট সূচি অনুযায়ী ঝাড়গ্রামে যেতে পারছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বদলে ভার্চুয়ালি সভায় উপস্থিত থাকবেন তিনি।
সমস্ত প্রস্তুতি সারা। সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। ভোট আবহে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদী সেনাপতি অমিত শাহ ঠিক বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রোদ উপেক্ষা করেই জমায়েত করেছিল গেরুয়া বাহিনী। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধল শাহী-কপ্টার। যে কপ্টারে ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল অমিত শাহর, তাতে যান্ত্রিক গোলোযোগ দেখা দিয়েছে। ফলে স্থগিত করা হয়েছে শাহের ঝাড়গ্রাম যাত্রা।
সূত্রের খবর, ঝাড়গ্রামের সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অমিত শাহ। উল্লেখ্য, সোমবার, সকাল সাড়ে ১০টায় খড়গপুরের ধোবিঘাট থেকে ওড়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার। সকাল ১০টা ৪০-এ ঝাড়গ্রাম রাজ কলেজ হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না।
আরও পড়ুন: টাকা পাচারে অভিযুক্তকেই টিকিট! কুলতলিতে বিক্ষোভ বিজেপির
ধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা আগেই বেঁধে দিয়েছেন অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে দলের জনপ্রিয়তা দেখে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছেন তিনি। সে জন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে বলেছেন দলীয় কর্মীদের। লোকসভা নির্বাচনেও দলের কর্মীদেল লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শাহ। বঙ্গ গেরুয়া শিবির প্রায় ছুঁয়েও ফেলেছিল সেই টার্গেট। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার হয় ১৪৮টি আসন। বাংলায় বিজেপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়বে আগেই চ্যালেঞ্জ করেছেন শাহ। জঙ্গলমহলে উদ্দেশে ভার্চুয়ালি এ দিন কী বার্তা দেন শাহ, সেটাই দেখার। তবে সশরীরে শাহকে দেখতে না পেয়ে কিছুটা হলেও হতাশ বিজেপি কর্মীরা।