হাওড়া: করোনার বিধিনিষেধ চলছে রাজ্যে। এই পরিস্থিতিতে পুলিশি জরিমানার হাত থেকে বাঁচতে গাড়িতে সরকারি ভুয়ো স্টিকার লাগিয়েও ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। এরকমই একটি গাড়ি বৃহস্পতিবার আটক করল বালি ট্রাফিক পুলিশ।
গত কয়েকদিনে এই ধরনের অভিযোগের বাড়বাড়ন্ত দেখে বিশেষ অভিযানে নামে হাওড়া সিটি পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়। সেই নাকা চেকিংয়েই ধরা পড়েছে সরকারি গাড়ির নামে ভুয়ো স্টিকার লাগানো একটি গাড়ি।
পুলিশ সূত্রে খবর, এদিন বালিখালের কাছে ‘অন গভর্নমেন্ট ডিউটি’ লেখা ওই গাড়িটিকে দেখে সন্দেহ হয় পুলিশের। সেটিকে আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতেই জানা যায় পুরোটাই ভাঁওতা। জানা যায়, হাওড়া থেকে বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে কলকাতা যাচ্ছিলেন চারজন।
আরও পড়ুন: ভরা বর্ষায় নদীতে পাট পচাতে নেমেছিল বছর চল্লিশের কৃষক, ভেসে গেল জলের তোড়ে
ভুয়ো স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য গাড়ির যাত্রীদের আটক করে নিয়ে যাওয়া হয় বালি থানায়। সেখানে আরও জিজ্ঞাসাবাদ শুরু হয়। ভুয়ো স্টিকার লাগিয়ে গাড়িতে সওয়ার হওয়ার জন্য একটি মামলাও রুজু করে পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং এ প্রসঙ্গে জানান, ওই গাড়ির যাত্রীরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। এ ভাবে কেন তাঁরা মিথ্যার আশ্রয় নিয়ে বেরোলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।