Howrah: টাকা তুলতে মহিলার ঘরে ঢুকে পড়েছিলেন, দেরাদুন থেকে আসা দুই ব্যক্তিকে ব্যাপক ‘মারধর’
Howrah: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি রবিবার সকালে লিলুয়া চকপাড়া এলাকায় ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। এসে গঙ্গাসাগর যাওয়ার নাম করে টাকা সংগ্ৰহ করেছিলেন। ওই এলাকায় তাঁরা আচমকায় একটি বাড়িতে ঢুকতেই এক মহিলা ভয়ে চিৎকার করতে থাকেন।
হাওড়া: তীর্থে যাওয়ার নাম করে টাকা তুলছিলেন পাড়ায়। কিন্তু তা করতে করতেই এক মহিলার ঘর ঢুকে পড়েন দু’জন। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ধরা পড়ে যান দুই ব্যক্তি। এরপরই চলে ব্যাপক মারধর। বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয়, চলে কিল চড় ঘুষি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আক্রান্তদের উদ্ধার করা হয়। রবিবার সকালে ঘটনাকে ঘিরে উত্তেজনা লিলুয়ার চকপাড়া এলাকায়। জানা গিয়েছে, আক্রান্তদের নাম দালের সিং ও গামা সিং। তাঁরা দেরাদুনের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি রবিবার সকালে লিলুয়া চকপাড়া এলাকায় ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। এসে গঙ্গাসাগর যাওয়ার নাম করে টাকা সংগ্ৰহ করেছিলেন। ওই এলাকায় তাঁরা আচমকায় একটি বাড়িতে ঢুকতেই এক মহিলা ভয়ে চিৎকার করতে থাকেন। তখনই আশপাশের লোকজন বেরিয়ে পড়েন। চলে মারধর।খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেরাদুন থেকে এখানে ওই দুই ব্যক্তি সত্যিই কী উদ্দেশ্যে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।