Firhad Hakim: দেওয়া হবে বাংলার বাড়ি, হাওড়ার দুর্গত এলাকার মানুষের জন্য বড় ঘোষণা
Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, "যেমন এলাকার ছোট ছোট রাস্তা সংস্কার ও উন্নয়নের দায়িত্বে থাকবে হাওড়া পুরসভা। কিন্তু বড় রাস্তার সংস্কারে দায়িত্বে থাকবে কেএমডিএ।"

ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রীImage Credit source: Tv9 Bangla
হাওড়া: প্রথমে জল বন্ধ। তারপর ধস। হাওড়ার বেলগাছিয়ার একাংশ মানুষজন প্রায় ঘর-ছাড়া। ফেটেছে রাস্তা। ফেটেছে ঘরের দেওয়াল। মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পরে সাংবাদিক বৈঠক থেকে তিনি কী বললেন?
পুরমন্ত্রীর সাংবাদিক বৈঠক এক নজরে
- ফিরহাদ হাকিম: সোমবার আমি গিয়েছিলাম হাওড়ায়। খুব খারাপ পরিস্থিতি। ১০০-১৫০ বছরের আগের ভাগাড়। কিছু কিছু ভাগাড়ে বায়োমাইনিং শুরু হয়েছে। ভাগাড়ের জায়গায় কিছু মানুষ বাড়ি করেছেন। যার কারণে বাড়ি ভেঙে পড়েছে কম্পনের জেরে। নিকাশির ব্যবস্থা করা হয়েছে।
- ফিরহাদ হাকিম: যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে আপাততভাবে ২০ ফিটের মুভেবল কন্টেনার করে দিচ্ছি। এই কন্টেনারের ভিতরে কিছু মানুষকে স্থানান্তর করা হবে এবং বিপর্যস্ত এলাকায় লাগোয়ায় একটা জায়গা পাওয়া গিয়েছে সেখানেও কিছু মানুষকে স্থানান্তর করা হবে।
- ফিরহাদ হাকিম: যাঁদের সত্যিকারের ঠিকানা রয়েছে এবং পুলিশের তথ্য রয়েছে, সেই অনুযায়ী মোট ৪০টি পরিবার এই বিপর্যয়ে বিপর্যস্ত হয়েছে।
- ফিরহাদ হাকিম:বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হবে। মোট ৬টি টাওয়ার। ৯৬টি ফ্ল্যাট। বিপর্যস্ত অংশের পরিবারগুলি ছাড়াও আরও পরিবার ওই বাংলার বাড়িতে জায়গা পাবে।
- ফিরহাদ হাকিম:একটা জমি পাওয়া গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তরফে মাটির পরীক্ষা করে রিপোর্ট জমা দিলেই সেখানে বাংলার বাড়ি প্রকল্পে আবাসন তৈরি করে দেওয়া হবে।
- ফিরহাদ হাকিম:হাওড়া পুরসভার ইঞ্জিনিয়র বা পরিকাঠামো বলতে কিছুই নেই। তাই হাওড়ায় ‘ইমপ্রুভমেন্ট ট্রাস্টের’ ইঞ্জিনিয়র পাঠাচ্ছি।
- ফিরহাদ হাকিম:পোর্টেবল কন্টেইনার পাঠানো হচ্ছে আবর্জনা তোলার জন্য। আপাতত সেখানে আবর্জনা ফেলা হবে। এরপর তাই জায়গা খুঁজে সেখানে ফেলা হবে।
- ফিরহাদ হাকিম:হাওড়া পুরসভার ৬৬টি ওয়ার্ডে ওয়ার্ড পিছু ২ জন করে সুপারভাইজার মোতায়েন করার সিদ্ধান্ত।
- ফিরহাদ হাকিম: রাস্তাঘাট, জল পরিষেবা, নিকাশি সহ পরিষেবার কাজ তদরকির দায়িত্ব থাকবে এদের উপরে।
- ফিরহাদ হাকিম: হাওড়া পুরসভা থেকে মোট ৪২০ জনকে নেওয়া হচ্ছে। এঁদের মূলত পুরসভায় কোন কাজ ছিল না।
- ফিরহাদ হাকিম:এলাকা পর্যবেক্ষণ এবং সুপারভাইজারের কাজ ছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পরিষেবার দেখার দায়িত্ব এদের উপর থাকবে।
- ফিরহাদ হাকিম:হাওড়া পুরসভায় যেহেতু নির্বাচন হয়নি এবং প্রশাসক বসিয়ে বোর্ড চলছে, তাই ‘কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’ যাবতীয় দায়িত্ব পালন করবে।
- ফিরাহাদ হাকিম: হাওড়া পুরসভার সঙ্গে যুক্তভাবে কেএমডিএ এলাকার উন্নয়নের কাজে ন্যস্ত থাকবে।
- ফিরহাদ হাকিম: হাওড়া এবং বালি এলাকায় বিভিন্ন কাজের দায়িত্ব বণ্টন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ।
- ফিরহাদ হাকিম: যেমন এলাকার ছোট ছোট রাস্তা সংস্কার ও উন্নয়নের দায়িত্বে থাকবে হাওড়া পুরসভা। কিন্তু বড় রাস্তার সংস্কারে দায়িত্বে থাকবে কেএমডিএ।
- ফিরহাদ হাকিম: এলাকার ছোট ছোট নর্দমা নালা নিকাশির দায়িত্বে থাকবে হাওড়া পুরসভা। কিন্তু বড় বড় নিকাশিনালার সংস্কার এবং জন নিষ্কাশনের যাবতীয় দায়িত্ব কেএমডিএ’র।
- ফিরহাদ হাকিম: এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সাফাইয়ের কাজ যাবতীয় দায়-দায়িত্ব কেএমডিএ’র।

২ লাখ বিনিয়োগ করে আয় দেড় কোটি টাকা! স্টকে বিনিয়োগকারীদের কাছে লক্ষ্মী এই শেয়ার

টিকটিকির জ্বালায় অতিষ্ট জীবন, এই কাজ করে দেখুন তো একবার!

দই ভালো না ঘোল, কোনটা খেলে গরমে থাকবেন ভালো?

চরম গরমে বিন্দাস পরুন কালো পোশাক, শুধু মাথায় রাখুন...

বিয়ের কার্ডে ঠাকুরের ছবি রাখা শুভ না অশুভ? প্রেমানন্দ মহারাজ বললেন...

উইন্ডো AC নাকি স্প্লিট AC, কোনটায় কমবে ইলেকট্রিক বিল?