AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bally Bridge: সেলফি তুলতে গিয়ে বালি ব্রিজ থেকে হঠাৎ ঝাঁপ দিলেন প্রৌঢ়

Bally Bridge: জানা যাচ্ছে, পরিচিত একজনের সঙ্গে গাড়ি নিয়ে বালি ব্রিজ ঘুরতে আসেন ওই প্রৌঢ়। বালি থেকে দক্ষিণেশ্বর যাবার পথে আচমকায় গাড়ি থেকে নামেন। তারপর সেলফি তোলার নাম করে ব্রিজের কাছে যান।

Bally Bridge: সেলফি তুলতে গিয়ে বালি ব্রিজ থেকে হঠাৎ ঝাঁপ দিলেন প্রৌঢ়
বালি ব্রিজ থেকে ঝাঁপImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2025 | 8:17 PM
Share

হাওড়া: বরাবরই ব্যস্ত থাকে বালি ব্রিজ। অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী, বালি ব্রিজ দিয়েই যাতায়াত করতে হয় অহরহ। কিন্তু সেখানেই এবার হইহই ঘটনা। সোমবার বিকেলে বালি ব্রিজ থেকে মরণঝাঁপ দিলেন এক প্রৌঢ়।

সোমবার বিকালে বালি ব্রিজ থেকে মরণঝাঁপ দেন তাপস রঞ্জন চক্রবর্তী। বয়স ৫৫ বছর। জানা গিয়েছে, তিনি বাগুইআটির বাসিন্দা। ঘটনাস্থলে বালি থানার পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, পরিচিত একজনের সঙ্গে গাড়ি নিয়ে বালি ব্রিজ ঘুরতে আসেন ওই প্রৌঢ়। বালি থেকে দক্ষিণেশ্বর যাবার পথে আচমকায় গাড়ি থেকে নামেন। তারপর সেলফি তোলার নাম করে ব্রিজের কাছে যান। হঠাৎ করেই সেখান থেকে ঝাঁপ দেন গঙ্গায়। তারপরই তলিয়ে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা টিম। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ বক্তব্য দেয়নি। উল্লেখ্য, এর আগে, অর্থাৎ গত বছরই বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। সেই সময় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অজিত সাউ নামে ওই যুবক বসেছিলেন বাইকে। হঠাৎ করে ব্রিজ থেকে ঝাঁপ দেন তিনি।