Body found: মদ্যপ যুবককে রাতে টেনে তোলা হয়েছিল, সেই নালাতেই মিলল দেহ

Deadbody found: ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Body found: মদ্যপ যুবককে রাতে টেনে তোলা হয়েছিল, সেই নালাতেই মিলল দেহ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 9:21 PM

হাওড়া: দু’দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল যুবকের দেহ। শুক্রবার হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জ এলাকার ঘটনা। একটি নালায় ওই যুবকের দেহ ভেসে থাকতে দেখা যায়। সেই ঘটনাকে ঘিরে এদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সকাল ১০টা নাগাদ নালায় দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। সঙ্গে সঙ্গে তাঁরাই খবর দেন সাঁকরাইল থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম মন্টু দাস, বয়স ৪০। তিনি হাওড়ার সাঁকরাইলেরই রামচন্দ্রপুর মল্লিকপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবক নিত্যদিন মদ্যপান করতেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবারও রাতে নাকি মদ্যপান করে রাস্তায় বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই কোনওরকমভাবে ওই যুবক নালায় পড়ে যান বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। দেহে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ মদ্যপ অবস্থায় যেতে গিয়ে মন্টু ওই নালায় পড়ে যান। তখন স্থানীয় বাসিন্দারাই তাঁকে সেখান থেকে উদ্ধার করে তোলেন। কিন্তু তারপরেও ওই যুবক এলাকা ছেড়ে যাননি।

পরে আবার গভীর রাতে ওই নালায় পড়েই তাঁর মৃত্যু হয় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। এদিকে মৃতের পরিবারের দাবি দু দিন ধরে মন্টুর খোঁজ করছেন তাঁরা।