
হাওড়া: দুর্গাপুজো মানেই আবেগ। আনন্দের জোয়ারে ভেসে যায় আপামর বাঙালি। এই উৎসবের সাজে যেমন সবাই নতুনত্ব খোঁজেন, তেমনই আবার স্বাদেও নতুন কিছু খোঁজে। আর সেই নতুন স্বাদই এনে হাজির করল পালস। তাদের এবারের পুজোর চমক, গোলমোল ক্যান্ডি। এই নতুন স্বাদের ক্যান্ডি খেয়ে লোকজন কী বলছেন?
টক, টক, আবার হালকা মিষ্টিও। পালস গোলমোল ক্যান্ডির স্বাদে মজে আট থেকে আশি। পালসের ট্যাবলো দেখেই ভিড় করছেন লোকজন। সবাই চেখে দেখতে চাইছেন, কেমন এই নতুন ক্যান্ডির স্বাদ।
হাওড়ায় পৌঁছে গিয়েছিল পুজোয় পালসের ট্যাবলো। সেখান থেকে গোলমোল চেখে দেখার পর এক যুবক বলেন, “বেশ জেলি জেলি খেতে। টক, মিষ্টি আবার একটু ঝালও। বেশ নতুনত্ব রয়েছে। খেয়ে খুবই ভাল লেগেছে। আইসক্রিমের মতো লেগেছে”। আরেক যুবক পালস খেয়ে বলেন, “বাহ, নতুন একটা স্বাদ পেলাম। সবার এটা ভাল লাগবে।”
পুজোর শপিংয়ের মাঝে পালস ক্যান্ডি মুখে দিয়ে খুশি বাচ্চা থেকে বুড়ো, সকলেই। এক মহিলা বলেন, “আগে পালস লজেন্স খেয়েছি। আগেরটার থেকে এটা বেশি ভাল খেতে। বেশ টক, মিষ্টি খেতে। একটা নতুনত্ব স্বাদ লাগল”। আরেক ব্যক্তি বলেন, “ইন্টারেস্টিং ফ্লেভার। অনেক বাচ্চা হয়তো মিষ্টি পছন্দ করে না। বড়দেরও এই ক্যান্ডি পছন্দ হবে।”
পালসের এই গোলমোল ক্যান্ডির সঙ্গে জীবনের মিল খুঁজে পেয়েছেন একজন। তিনি বলেন, জীবনটা যেমন বৃত্ত, তেমনই এই পালস ক্যান্ডিও গোল। বেশ নতুনত্ব রয়েছে এই ক্যান্ডিতে।