Anis Khan Death: আনিসের মোবাইলটা খুব দরকার, আদালতে বলল সিট

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 24, 2022 | 4:26 PM

Anis Khan Death: দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আজ আদালতে পেশ করা হয়।

Anis Khan Death: আনিসের মোবাইলটা খুব দরকার, আদালতে বলল সিট
আনিস খানের মামলায় উছল একাধিক প্রশ্ন

Follow Us

উলুবেড়িয়া : আনিস-কাণ্ডে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়েছে। রাজ্যের তৈরি সিটের তরফে এ দিন আনিসের দেহে দ্বিতীয় ময়নাতদন্তের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি মূল অভিযুক্তকে শণাক্তকরণের প্যারেড করার আবেদনও জানানো হয়েছে। ওই দুজনের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। এ দিন দরজা বন্ধ করে উলুবেড়িয়া আদালতে হয় মামলার শুনানি। এখনও আনিস মামলায় কোনও নির্দেশ দেয়নি আদালত।

পাশাপাশি, আনিস খানের পরিবার তথা তাঁর বাবা সালেম খান যাতে তদন্তে সহযোগিতা করেন, সেই আর্জিও জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে আর্জি, আনিসের মোবাইলটি দিতে হবে পরিবারকে। তাঁরা আদালতে জানিয়েছে, মোবাইলটি খুব দরকার। কে হুমকি দিয়েছে সেটা জানা প্রয়োজন। মোবাইল পেলে তদন্তের কাজে সুবিধা হবে বলে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে দ্রুত ময়নাতদন্ত করা প্রয়োজন। নাহলে দেহে পচন ধরে যাবে। পরিবারের সামনেই হবে গোটা প্রক্রিয়া।

পুলিশের দাবি, তদন্তের স্বার্থে দ্রুত ময়নাতদন্ত করা প্রয়োজন। নাহলে দেহে পচন ধরে যাবে। পরিবারের সামনেই হবে গোটা প্রক্রিয়া।

এর আগে সিটের তদন্তকারী আধিকারিকরা আনিস খানের বাড়িতে গেলেও তাঁদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন আনিস খানের বাবা সালেম খান। সিটের দুই সদস্য ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁরা আনিসের বাবার সঙ্গে কথা বলে মূল ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু, আনিসের বাবা সাফ জানিয়ে দেন, তিনি রাজ্য পুলিশের সঙ্গে কোনও কথা বলবেন না। সিবিআই-এর সঙ্গেই কথা বলতে চাইছেন তিনি। একই কথা জানান আনিসের দাদাও। তাঁর আনিসের মোবাইল দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন : AMTA Student Death: আনিস মৃত্যুতে সিবিআই তদন্তেই অনড় পরিবার, আমতা থানা লক্ষ্য করে চলল ইটবৃষ্টি

আরও পড়ুন : Anis Khan Death: ‘লাশ চুরি হয়ে যাবে না তো!’ আনিস মৃত্যু রহস্যে নয়া আশঙ্কা

Next Article