Uluberia: সিভিক ভলান্টিয়রকে হাতে-পায়ে দড়ি বেঁধে মার, করানো হল ওঠবোস! কেন?
Uluberia: ভিডিয়োতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়র বছর তিরিশের শ্রীধর চক্রবর্তীকে হাতে পায়ে বেঁধে বলানো হচ্ছে তিনি ওই এলাকার বিজেপির সভাপতি। এবং তাঁকে দিয়ে বলানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি।

উলুবেড়িয়া: সিভিক ভলেন্টিয়রকে হাতে পায়ে দড়ি বেঁধে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদয়নারায়ণপুর পেরো থানায় এলাকায় বসন্তপুর বাজারে । সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও TV9- এর সত্যতা যাচাই করেনি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়র বছর তিরিশের শ্রীধর চক্রবর্তীকে হাতে পায়ে বেঁধে বলানো হচ্ছে, তিনি ওই এলাকার বিজেপির সভাপতি। এবং তাঁকে দিয়ে বলানো হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি।
উদয়নারায়নপুর বিধানসভার ৫ নম্বর বিজেপি মন্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তী বলেন, “শ্রীধরকে মাঠে দড়ি বেঁধে মারধর করা হয়েছে। আসলে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা। থানার অদূরেই এই ঘটনা ঘটেছে। আসলে এলাকায় ভীতির পরিবেশ তৈরি করতেই এই চেষ্টা করছে তৃণমূল।” বিষয়টি নিয়ে মুখ খুলেছে তৃণমূল।
বসন্তপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি ও প্রধান স্বামী সামিউল্লাহ হাসান বলেন, “বিষয়টা ওতটাও রাজনৈতিক নয়। রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। যে সিভিক ভলান্টিয়রের সঙ্গে এটা হয়েছে, তিনি অতিরিক্ত মদ্যপান করেন, মেয়েদের শ্লীলতাহানি করে। ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ। বসন্তপুর হাঁটতলাতেই চড় থাপ্পড় মারা হয়েছে। ”
হাওড়া গ্রামীণ জোলার এসপি সুবিমল পাল বলেন, তদন্ত চলছে। দুজনকে আটক করেছে পুলিশ। সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।





