AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uluberia: ছিনতাইয়ের মতলবে বাইক নিয়ে আটকাল পথ, বাধা পেতেই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের

Uluberia: জানা গিয়েছে, মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ী সুব্রত মাইতি উলুবেড়িয়ার রথতলা এলাকায় অবস্থিত তাঁর দোকান বন্ধ করে ফিরছিলেন। বাড়ির প্রায় সামনে আসতেই দু'টি বাইক স্বর্ণ ব্যবসায়ীর পথ আটকায়।

Uluberia: ছিনতাইয়ের মতলবে বাইক নিয়ে আটকাল পথ, বাধা পেতেই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের
হলুদ জামা পরা ব্যক্তি স্বর্ণ ব্যবসায়ী সুব্রত মাইতি। তাঁকে লক্ষ্য করেই চলেছে গুলিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 8:08 AM
Share

উলুবেড়িয়া: কয়েকদিন আগে নদিয়া ও পুরুলিয়ায় নামী সোনার গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই এবার হাওড়ার উলুবেড়িয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। ছিনতাইয়ের মতলব নিয়েই দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া বাহিরতফা গ্রামে।

জানা গিয়েছে, মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ী সুব্রত মাইতি উলুবেড়িয়ার রথতলা এলাকায় অবস্থিত তাঁর দোকান বন্ধ করে ফিরছিলেন। বাড়ির প্রায় সামনে আসতেই দু’টি বাইক স্বর্ণ ব্যবসায়ীর পথ আটকায়। ব্যক্তির হাতে থাকা দু’টি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে সুব্রতবাবুকে গুলি চালানোর অভিযোগ ওঠে। ওই ব্যক্তির ডান হাতে গুলি লেগেছে বলে খবর।

এই ঘটনায় সুব্রতবাবু বাইক থেকে পড়ে যান। এরপরই ছিনতাইকারীরা বাইক নিয়ে চম্পট দেন। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকার সিসি ক্যামেরা দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই ঘটনা এলাকায় প্রথম। এমনও নয় যে ফাঁকা এলাকা এটি। লোক চলাচল করে। সুব্রতবাবু প্রতিদিন এই সময় বাড়ি ফেরেন। ব্যাগে টাকা পয়সা সোনা থাকে। সেই ব্যাগটাই চুরি করে নিয়ে গেল।”

কয়েকদিন আগে, নদিয়া এবং পুরুলিয়ায় অবস্থিত একই সংস্থার দুই আলাদা ব্রাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে নদিয়ায় ডাকাতি করতে আসা চার ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। তবে পুরুলিয়ায় ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।