Uluberia: SIR শুরু হতেই আত্মঘাতী যুবক, স্ত্রী বললেন, ‘SIR করে করে মানুষটাকে শেষ করে দিল’

Uluberia: পরিবার সূত্রে জানা গিয়েছে, এই এলাকারই দীর্ঘদিনের বাসিন্দা জাহির আব্বাস। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই SIR আতঙ্কে ভুগছিলেন জাহির। তাঁর স্ত্রী জানাচ্ছেন, সোমবার রাতে খেতে বসেও আতঙ্ক প্রকাশ করেছিলেন জাহির।

Uluberia: SIR শুরু হতেই আত্মঘাতী যুবক, স্ত্রী বললেন, SIR করে করে মানুষটাকে শেষ করে দিল
এসআইআর আতঙ্কে আত্মঘাতী? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2025 | 2:52 PM

উলুবেড়িয়া: SIR শুরু হতেই আরও এক আত্মহত্যার খবর। আর সেখানেও তৃণমূলের অভিযোগ, নেপথ্যে রয়েছে সেই SIR আতঙ্ক। বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিনমজুর জাহির আব্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার। আগরাপাড়া, ইলামবাজার, জামালপুর, ডানকুনির পর এবার উলুবেড়িয়া। ঘটনার পরই ওই দিনমজুরের বাড়িতে যান মন্ত্রী পুলক রায়। ঘটনাটি উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের মালপাড়া এলাকা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এই এলাকারই দীর্ঘদিনের বাসিন্দা জাহির আব্বাস। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই SIR আতঙ্কে ভুগছিলেন জাহির। তাঁর স্ত্রী জানাচ্ছেন, সোমবার রাতে খেতে বসেও আতঙ্ক প্রকাশ করেছিলেন জাহির। স্ত্রীর দাবি, উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছিলেন, তাঁদের হয়তো ভোটার তালিকায় নাম নেই। হতে পারে তাঁদের দেশ ছাড়তে হবে। রাতে স্ত্রী তাঁকে অনেকবার বোঝান। এরপর তিনি ঘুমোতে চলে যান বলে স্ত্রীর দাবি।

মঙ্গলবার সকালেও জাহির ঘুম থেকে উঠে চুপ করে বসেছিলেন বলে স্ত্রীর দাবি। তিনি বাজার করতে বেরিয়েছিলেন। বাড়িতে একা ছিলেন জাহির। ফিরে এসে ঘরের ভিতর স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পিএইচই মন্ত্রী পুলক রায় জাহিরের বাড়িতে যান। তাঁরা পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।

মন্ত্রী পুলক রায় বলেন, “SIR আতঙ্কে আজও একটা ছেলে আত্মহত্যা করল। আমরা বিজেপির কাছে বলব মৃত্যুর রাজনীতি বন্ধ করুন। আর কমিশনের কাছে বলব SIR বন্ধ করতে।”

মৃত জাহিরের স্ত্রী বলেন, “SIR করে করে মানুষকে পাগল করে দিয়েছে। একটা মানুষের জীবন চলে গেল। ” যদিও বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ডাহা মিথ্যা বলছে তৃণমূল সরকার। নোটবন্দির সময়েও তৃণমূল কংগ্রেস একই কথা বলেছিল। সব অস্বাভাবিকমৃত্যুকে এখন SIR আতঙ্কে আত্মহত্যা বলে চালানো হচ্ছে।”