West Bengal Assembly Election 2021 Phase 4: আবাসন থেকে বুথ লক্ষ্য করে ছোড়া হল বোমা! হাওড়ার গোলাবাড়িতে উত্তেজনা

Apr 10, 2021 | 7:44 AM

ভোট শুরু (West Bengal Assembly Election 2021) কিছুক্ষণের মধ্যে ব্যাপক উত্তেজনা হাওড়ার (Howrah) গোলাবাড়িতে (Golabari)।

West Bengal Assembly Election 2021 Phase 4: আবাসন থেকে বুথ লক্ষ্য করে ছোড়া হল বোমা! হাওড়ার গোলাবাড়িতে উত্তেজনা
হাওড়ার গোলাবাড়িতে বোমাবাজি

Follow Us

হাওড়া: ভোট শুরু (West Bengal Assembly Election 2021) কিছুক্ষণের মধ্যে ব্যাপক উত্তেজনা হাওড়ার (Howrah) গোলাবাড়িতে (Golabari)। সাতসকালেই এলাকায় ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।

শনিবার সকালে হাওড়ার ওয়াটকিংস লেন ও ডফসনস লেন এলাকায় বোমাবাজি হয়। স্থানীয়দের বক্তব্য, এলাকার একটি আবাসন থেকে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়া হয়। তখন সবেমাত্র ভোটাররা বুথের বাইরে লাইন দিয়েছিলেন। ভোট শুরুর পরমুহূর্তেই বোমাবাজির ঘটনায় ভোটাররা আতঙ্কে বাড়ি চলে যান।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

স্থানীয়দের বক্তব্য, এলাকার ভোটারদের ভয় দেখাতেই বোমাবাজি করা হয়। ওই এলাকায় সংঘর্ষ মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই হয়। তবে এ দিন বোমা কারা ছুড়েছে, তা এখনও স্পষ্ট নয়। আবাসনের ভিতর বোমা নিয়ে কীভাবে কেউ ঢুকে পড়ল, তাও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটারদের বুঝিয়ে ফের বুথে আনছে পুলিস।

Next Article