Belur Rail Station: ‘আরপিএফ যা খুশি তাই করে’, রেল লাইনে বসে বিক্ষোভ বেলুড়ে

Belur: রেল লাইনে বসে পড়েন হকাররা। এর জেরে বেলুড় স্টেশনে মেইন লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Belur Rail Station: 'আরপিএফ যা খুশি তাই করে', রেল লাইনে বসে বিক্ষোভ বেলুড়ে
রেল অবরোধ বেলুড়ে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 11:22 PM

হাওড়া: বেলুড়ে (Belur) রেল অবরোধ। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল স্টেশনচত্বর। স্থানীয় হকার সংগঠনের তরফে এই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হকারি করতে গিয়ে দিনের পর দিন আরপিএফের (RPF) হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এছাড়াও একাধিক দাবি তুলে এদিন হকার সংগঠনের তরফে এই রেল অবরোধের ডাক দেওয়া হয়। রাত ৮টা থেকে প্রায় পৌনে ৯টা পর্যন্ত এই অবরোধ চলে। এর জেরে চরম সমস্যায় পড়তে হয় রেলযাত্রীদের।

রেল লাইনে বসে পড়েন হকাররা। এর জেরে বেলুড় স্টেশনে মেইন লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হকার ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন তাঁরা হকারি করতে পারেনি। আর্থিক সঙ্কটে পড়েছেন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও ইচ্ছাকৃতভাবে তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এমনকী আর্থিক জরিমানা থেকে আটক পর্যন্ত করা হচ্ছে তাঁদের বলে অভিযোগ।

তারই প্রতিবাদে এদিন রেল অবরোধ করে হকার সংগঠন। পরিস্থিতি সামাল দিতে আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে পৌঁছয়। যদিও প্রায় এক ঘণ্টা পর সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন হকাররা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রাত ৮টা ৫ মিনিট থেকে অবরোধ শুরু হয়। এর জেরে মেইন লাইনে লোকাল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর অবরোধ উঠলে ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়।

আরও পড়ুন: Sovon Chatterjee Ratna Chatterjee: বৈশাখীর ডিভোর্সের পরই শোভন বললেন, ‘মুক্তির স্বাদ চাই’; ‘হানিমুনের’ কথা মনে করালেন রত্না

আরও পড়ুন: BJP on Anubrata Mondal: ভিডিয়ো: ‘সিবিআইয়ের কথা শুনে শ্বাসকষ্ট তাঁর বেড়েছে, দাদা ভর্তি হয়েছে…’, ‘কেষ্ট কীর্তনে’ বিজেপি বিধায়করা

আরও পড়ুন: Anubrata Mondal at Woodburn Block: উডবার্নে ভর্তি হওয়ার কিছু নিয়ম আছে, আদৌ মানলেন অনুব্রত?