DA Agitation : কোথাও বাজল ঢাক, কোথাও মিষ্টিমুখ; উৎসবের মেজাজে শোকজের উত্তর দিলেন সরকারি কর্মীরা
DA Agitation : কোথাও বাজল ঢাক, কোথাও মিষ্টিমুখ; উত্তর দিতে এসে বললেন সরকারি কর্মীরা বললেন ‘হ্যাপি শোকজ ডে’।
বালুরঘাট: কেন সামিল হয়েছেন ধর্মঘটে? ১০ মার্চ কেন যোগ দেননি কাজে? এই প্রশ্ন তুলেই সরকারি কর্মীদের শোকজ লেটার (Show cause letter) ধরিয়েছিল সরকার। তাঁর উত্তর দিতে গিয়ে রীতিমতো উৎসবের মেজাজে ভাসলেন সরকারি কর্মীরা (Government Workers)। কোথাও বাজল ঢাকঢোল, কোথাও পালন হল হ্যাপি শোকজ ডে, আবার কোথাও চলল মিষ্টি মুখ।
প্রসঙ্গত, গত ১০ মার্চ অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বহু শিক্ষকরা ডিএর দাবিতে কর্মবিরতি পালন করে ধর্মঘটে সামিল হন। তাঁদের কাছে শোকজ লেটার পাঠিয়েছিল স্কুল শিক্ষা দফতর। এবার সেই শোকজের উত্তর দিলেন শিক্ষকরা। এদিন বালুরঘাট, হিলি সহ বিভিন্ন প্রান্তের ধর্মঘটে সামিল হওয়ারা নিজেদের মধ্যে ও ডিআই অফিসে মিষ্টি বিতরণ করে ওই শোকজের উত্তর জমা দিয়েছেন। যদিও এদিন প্রথমে শিক্ষকদের শোকজের উত্তর নিতে অস্বীকার করেন অফিসের কর্মীরা। আন্দোলনকারীরা এনিয়ে অফিসে বিক্ষোভ প্রদর্শন করলে পরে বাধ্য হয়ে তা জমা নেন আধিকারিকরা। অন্যদিকে দুর্গাপুরে আবার হ্যাপি শোকজ ডে পালন করলেন সরকারি কর্মীরা।
হাতে সরকারের দেওয়া শো-কজের চিঠি নিয়ে চলল অভিনব প্রতিবাদ। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে অতিরিক্ত স্কুল পরিদর্শকের দফতরে এসে শো-কজের উত্তর জমা দিয়ে গেলেন আন্দোলনকারীরা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরের সামনে থেকে পদযাত্রা করে শিক্ষক শিক্ষিকারা অতিরিক্ত স্কুল পরিদর্শকের দফতরে যান। ভয় নয়, ভীতি নয়, বরং শো-কজের চিঠি পেয়ে তারা আনন্দিত, উৎফুল্ল সরকারি কর্মীরা। হাসি মুখেই দিলেন শোকজের উত্তর। কার্যত একই ছবি দেখতে পাওয়া গেল বালুরঘাট ডিআই অফিসে। স্কুল শেষে মিষ্টি মুখ করতে করতে ডিআই অফিসে এলেন শিক্ষকরা। এদিকে এদিন শোকেজের উত্তর দেওয়ার সময়ই আবার নতুন করে ২২৩ জন শিক্ষককে শোকজ লেটার পাঠানো হয়। যদিও ডিএ-র দাবিতে অনড় আন্দোলনরত সরকারি কর্মীরা। শোকজ লেটার পাওয়া শিক্ষক অসিত বরণ লাহিড়ী ও অনিমেষ লাহিড়ী বলেন, “মিষ্টিমুখ করেই শুভ কাজ শুরু করতে হয়৷ গত ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ার জন্য আমাদের শোকজ করা হয়েছিল। তারই উত্তর আমরা এদিন জমা দিয়েছি। তবে এমন ভয় দেখিয়ে কোনও লাভ হবে না।” একইসঙ্গে আগামীদিনে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ন্যায্য দাবিতে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।