Indian Army: দুরমুশ পাকিস্তান, নিকেশ ১০০ জঙ্গি! সেলিব্রেশন মুডে বাংলা
Indian Army: এদিন সকালে হুগলির শেওড়াফুলিতে শাঁখ, ঘণ্টা বাজিয়ে জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেল সাধারণ মানুষকে। অন্যদিকে একই ছবি দেখা গেল পুরুলিয়াতেও। সকালেই পুরুলিয়ার সুভাষ উদ্যানের সামনে ভারতীয় সেনার সাফল্য উদযাপন করতে দেখা গেল প্রাতঃভ্রমণকারীদের।

বাঁকুড়া-পুরুলিয়া-হুগলি: বৈসরণ ভ্যালিতে নাম পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয়েছিল হিন্দু পর্যটকদের। তারপর থেকেই বদলার রব গোটা দেশে। প্রত্যাঘাত কতক্ষণ, চলছিল অপেক্ষা। অবশেষে বুধবার মাঝরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ঢুকে ৯ জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তাতেই উচ্ছ্বাসের ছবি গোটা দেশে। উচ্ছ্বাসের ছবি দেখা গেল বাংলাতেও। আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া, হুগলির সর্বত্রই সেলিব্রেশন মুডে জনতা।
এদিন সকালে হুগলির শেওড়াফুলিতে শাঁখ, ঘণ্টা বাজিয়ে জাতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেল সাধারণ মানুষকে। অন্যদিকে একই ছবি দেখা গেল পুরুলিয়াতেও। সকালেই পুরুলিয়ার সুভাষ উদ্যানের সামনে ভারতীয় সেনার সাফল্য উদযাপন করতে দেখা গেল প্রাতঃভ্রমণকারীদের। ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সাধারণ মানুষকে। পায়েলগাওয়ের ঘটনার বদলার খবর আসার পরেই খুশি ঝালদার নিহতের পরিবার। সকাল থেকেই ঝালদার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি দেখা গেল। গত ২২ এপ্রিল ঝালদার বাসিন্দা আইবি অফিসার রঞ্জন মিশ্রা সপরিবারে গিয়েছিলেন কাশ্মীরে। পহেলগাঁওয়ে স্ত্রী ও ছেলে-মেয়ের সামনেই গুলি করে হত্যা করা হয় তাঁকে।
একই ছবি বাঁকুড়াতেও। বাঁকুড়ার দোলতলায় পটকা ফাটিয়ে জাতীয় পতাকা উড়িয়ে আবির মাখিয়ে চলল সেলিব্রেশন। শুধু দক্ষিণবঙ্গ নয়, সেলিব্রেশন উত্তরবঙ্গেও। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারা বায়সেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় বাসিন্দারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ভারত মাতা কী জয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আসানসোলের BNR মোড়েও মিষ্টিমুখ করতে দেখা যায় শহরবাসীকে। পথ চলতি মানুষকে মিষ্টি মুখ ও আবিরের বদলে সিঁদুর মাখিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায়।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে ১ টা ৪০ মিনিট থেকে ২ টা ২০ মিনিট পর্যন্ত চলে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। জইশ-ই-মহম্মদ থেকে লস্কর-ই-তৈবা, একাধিক কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর ৯টি ঘাঁটি গুড়িয়ে ভারতীয় বায়ুসেনা। মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির।
