Siliguri: বাইপাসের ধারে বিধ্বংসী আগুন! পুড়ে খাক গোটা কারখানা
Siliguri: ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। তাও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। তবে, কীভাবেই আগুন লাগল, সেই নিয়েও কোনও সঠিক উত্তর দিতে পারেনি দমকল

শিলিগুড়ি: শিলিগুড়িতে ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুনে ছারখার এলাকা। জ্বলে গেল আস্ত কারখানা। ঘটনা বৃহস্পতিবারের। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ধারে ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। সেখানকার একটি প্লাস্টিক কারখানায় লাগে আগুন। কিছুক্ষণেই পুড়ে খাক হয় গোটা কারখানা। তারপরেই ধীরে ধীরে বিধ্বংসী আগুন গিলতে শুরু করে পার্শ্ববর্তী কিছু বাড়িও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্য়ায় সর্বপ্রথম ইস্টার্ন বাইপাসের ধারের ওই প্লাস্টিক কারখানায় লাগে আগুন। তারপর কিছুক্ষণে মধ্যে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। লেলিহান আগুন গিলতে শুরু করে একের পর এক বাড়ি। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। গোটা এলাকাকে আপাতভাবে বিদ্যুৎহীনও করা হয়েছে বলে খবর।
তবে এরপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এমনটা নয়। ক্রমাগত আগুন নেভানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। ঠিক কীভাবেই আগুন লাগল, সেই নিয়েও কোনও সঠিক উত্তর দিতে পারেনি তারা। তবে প্রাথমিক ভাবে অনুমান, কোনও ভাবে শট সার্কিটের জেরেই ঘটে এই দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাকে আরও ভয়ঙ্কর করেছে কারখানার অন্দরে মজুত থাকা প্লাস্টিক।





