AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Idol in Bengal: বাংলায় তৈরি ২২ ফুটের রাম মূর্তি, ২২-এই হবে প্রাণ প্রতিষ্ঠা

Ram Idol in Bengal: সমিতির সদস্যরা বলেন, 'অনেকেই ২২ তারিখে অযোধ্যায় যেতে পারবেন না। তাঁরাও যাতে বঞ্চিত না হয়, সেই জন্যই এই ব্যবস্থা।' গত ১৫ দিন ধরে চলছে মূর্তি তৈরির কাজ। ২২ জানুয়ারি মূর্তি উন্মোচনের পর তিন দিন ধরে চলবে অনুষ্ঠান।

Ram Idol in Bengal: বাংলায় তৈরি ২২ ফুটের রাম মূর্তি, ২২-এই হবে প্রাণ প্রতিষ্ঠা
তৈরি হচ্ছে ২২ ফুটের রাম মূর্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 7:02 AM
Share

জলপাইগুড়ি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই দিনই বাংলাতেও উন্মোচন হবে রামের মূর্তির। গত কয়েকদিন ধরে চলছে মূর্তি তৈরির কাজ। প্রস্তুতি প্রায় শেষের পথে। রামলালা প্রতিষ্ঠা উদযাপন সমিতির উদ্যোগে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে সেই মূর্তি। শহরের বামন পাড়া ৫ নম্বর রেল গুমটি এলাকায় ২২ ফুট উচ্চতা বিশিষ্ট রাম মূর্তি তৈরি করার কাজ শুরু হয়েছে। কাজ দ্রুত গতিতে চলছে। ২২ ফুটের বিরাট মাপের রাম মূর্তিকে ঘিরে ইতিমধ্যে শহরে উন্মাদনা শুরু হয়েছে। কমিটির আশা ওইদিন লক্ষাধিক মানুষের ঢল নামবে ওই মূর্তির কাছে।

ওই সমিতির সদস্যরা বলেন, ‘অনেকেই ২২ তারিখে অযোধ্যায় যেতে পারবেন না। তাঁরাও যাতে বঞ্চিত না হয়, সেই জন্যই এই ব্যবস্থা।’ গত ১৫ দিন ধরে চলছে মূর্তি তৈরির কাজ। ২২ জানুয়ারি মূর্তি উন্মোচনের পর তিন দিন ধরে চলবে অনুষ্ঠান।

সমিতির অন্যতম সদস্য সুবীর কুমার দে জানিয়েছে, ২২ ফুটের রামের মূর্তি উন্মোচনে উপস্থিত থাকবেন একাধিক আশ্রমের সদস্যরা। থাকবেন মসজিদের ইমাম থেকে চার্চের ফাদারও। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের মানুষও যোগ দেবেন সেই অনুষ্ঠানে। একদিকে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে, অন্যদিকে হবে রামের নাম সংকীর্তন , শিশুদের নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাও।