Snake Rescue: রান্নাঘর থেকে উদ্ধার ১২ ফুটের বিশালাকার কিং কোবরা, ব্যাপক চাঞ্চল্য মেটেলিতে
Snake Rescue: বাগানের নয়া লাইনে থাকেন রমেশ মাহালি। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকালে রমেশ মাহালির রান্নাঘরে জ্বালানি কাঠের মধ্যে ওই কিং কোবরাটিকে দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। কাঠের মধ্যে সাপটি জড়িয়ে থাকায় প্রথমে তারা সাপ বলে ঠিক ঠাহর করতে পারেননি।
মেটেলি: গ্রীষ্ম থেকে বর্ষা, উত্তরবঙ্গের একটা বড় এলাকায় সাপের উপদ্রপ যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও বাজার থেকে গৃহস্থের বাড়ি, কখনও অজগড় তো কখনও গোখরো। প্রায়শই সাপ উদ্ধারের ছবি দেখা গিয়ছে উত্তরবঙ্গের জলপাইগুড়, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। এবার রান্নাঘরের ভিতর থেকে উদ্ধার প্রায় ১২ ফুট লম্বা বিশালাকারের কিং কোবরা। ঘটনা মেটেলি ব্লকের চিলোনি চা বাগানের শ্রমিক মহল্লায়।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাপ দেখতে আশেপাশের এলাকা বহু মানুষের ভিড় জমতে দেখা যায় ওই এলাকায়। বাগানের নয়া লাইনে থাকেন রমেশ মাহালি। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকালে রমেশ মাহালির রান্নাঘরে জ্বালানি কাঠের মধ্যে ওই কিং কোবরাটিকে দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। কাঠের মধ্যে সাপটি জড়িয়ে থাকায় প্রথমে তারা সাপ বলে ঠিক ঠাহর করতে পারেননি। নড়াচড়া দেখতেই বুঝতে পারেন বিষয়টি। বিশালাকার সাপটি দেখে চোখ কপালে উঠে যায় তাঁদের।
খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর যায় চালসার সর্পপ্রেমী সংগঠনের সদস্যদের কাছে। খবর পেয়ে ছুটে আসেন পরিবেশপ্রেমীরা। প্রায় আধ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হয় কিং কোবরাটিকে। সূত্রের খবর, ইতিমধ্যেই সাপটিকে তুলে দেওয়া হয়েছে বনদফতরের হাতে।