জলপাইগুড়ি: রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট। বাংলায় দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। উত্তরবঙ্গের এই সব আসনে অন্যতম ফ্যাক্টর রাজবংশী ভোট। রাজবংশীদের ২৮টি দলের সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। এই কমিটিই কামতাপুরীদের অন্যতম বড় সংগঠন। এবার সেই কমিটির সদস্যরা বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ প্রেসক্লাবে জামায়তে হয়ে বড় দাবি করে ফেললেন। সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানালেন। তা নিয়েই এখন নতুন চর্চা জেলার রাজনৈতিক মহলে।
কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কনভেনার তপতী মল্লিক বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে জীবন সিংহের শান্তি চুক্তি আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই আমরা এবার লোকসভা নির্বাচনে কোনও প্রার্থী দিইনি। শুক্রবার দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। তাই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যদের বার্তা দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আশাবাদী দার্জিলিংয়ে রাজু বিস্তা সহ অন্যান্য বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হবে।
প্রসঙ্গত, দার্জিলিংয়ে বিজেপির টিকিটে রাজু বিস্তা যেমন লড়ছেন তেমনই রায়গঞ্জে বিজেপির টিকিটে লড়ছেন কার্তিক পাল। অন্যদিকে বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ঝড় তুলতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।