Jalpaiguri: লাইনে দাঁড়িয়েও মিলছে না অ্যাম্বুলেন্স, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী

Jalpaiguri: অভিযোগ, রবিবার দিন জলপাইগুড়ি মাদার চাইল্ড হাব (মাতৃমা) থেকে বেলা ১২ টার পর থেকে বেশ কিছু মায়েদের ছুটি হয়েছে।

Jalpaiguri: লাইনে দাঁড়িয়েও মিলছে না অ্যাম্বুলেন্স, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী
জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্সের ভিড় (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 9:54 AM

জলপাইগুড়ি: ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে তবুও মিলছে না অ্যাম্বুলেন্স (Ambulance)। অসহায় অবস্থায় ছোট শিশু কোলে নিয়ে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রয়েছেন প্রসূতি। এমনই চিত্র প্রকাশ্যে এল জলপাইগুড়িতে (Jalpaiguri)।

অভিযোগ, রবিবার দিন জলপাইগুড়ি মাদার চাইল্ড হাব (মাতৃমা) থেকে বেলা ১২ টার পর থেকে বেশ কিছু মায়েদের ছুটি হয়েছে। যাঁদের বাড়ি জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে বা শহর সংলগ্ন এলাকায়। তাঁদের পৌঁছে দিলেও যাঁরা বানারহাট, ধূপগুড়ি, কিংবা ময়নাগুড়ি এলাকার বাসিন্দা তাঁদের পৌঁছে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে।

এই ঘটনার জেরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু কোলে ঘণ্টার পর ঘণ্টার ধরে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন প্রসূতি। অভিযোগ, একাধিকবার তাঁরা বারবার রোগী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করলেও কোনও সুরাহা হয়নি।

বানারহাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ রায় অভিযোগ করে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রীকে জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে ভর্তি করিয়ে ছিলাম। এরপর কন্যা সন্তানের জন্ম দেয় সে। আজ বেলা ১২ টা নাগাদ ছুটি হয়। কিন্তু তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি। আর অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছি। বারবার রোগী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করলেও আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছি না। অ্যাম্বুলেন্স চালকরা বলছেন বিনা পয়সায় এতদূর যাওয়া পোসায় না।’

যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অ্যাম্বুলেন্স চালক বাসুদেব বর্মণ। তিনি বলেন ‘এখানে ছয়টি অ্যাম্বুলেন্স রয়েছে। সবাই বাইরে যাচ্ছে। বাকি রয়েছে ৩ জন। এদের মধ্যে একজনকে আমি নিয়ে যাবো। বাকীদের ব্যাপার আমি জানিনা।’

ঘটনায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের উপ অধ্যক্ষ ডাক্তার কল্যাণ খান জানিয়েছেন, ‘মিডিয়ার কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। এর আগে এমন কোনও অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’